1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় ক্যান্সার রোগীকে বাঁচাতে চ্যারিটি কনসার্ট জমে উঠেছে রাতোয়াল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আত্রাই লটারির টাকা আত্মসাৎ করায় বিএনপির ৩ নেতাকর্মী শোকজ,প্রতারক পাপ্পু কোথায়? আত্রাই পৌষসংক্রান্তি মেলায় লটারির টিকিট বিক্রি করে “ড্র” না দিয়ে ২০ লক্ষ টাকা নিয়ে উধাও বিএনপি নেতা রাণীনগর চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা ইমরান বহিষ্কার পাইকগাছায় জলমহালে হামলা মামলায় সাবেক বিএনপি নেতা ডাবলুর ভাই কারাগারে রাণীনগর প্রবাসীকে পিটিয়ে যুবদল নেতার ২ লক্ষ টাকা চাঁদা আদায় নিত্যপণ্যের দাম কমানোর দাবী জানিয়ে আশুলিয়ায় সমাবেশ আইএফআইসি ব্যাংক বসুন্ধরা শাখার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ আশুলিয়ায় চাঁদা না পেয়ে চা দোকানীকে গুলি, গ্রেপ্তার -০৩

আশুলিয়ায় রাতের আধাঁরে জমি দখলে বাধা দিলে পুলিশ পরিবারের উপর হামলা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ জুলাই, ২০২২

স্টাফ রিপোর্টার : ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে নিজেদের পেশিশক্তির অশুভ জানান দিতেই যেন এমন তান্ডব।২১জুলাই বৃহস্পতিবার রাতের আধারে আশুলিয়ার পাড়াগ্রামের মোঃ হারেজ মিয়ার জমির উপর দিয়ে অবৈধ ভাবে রাস্তা নির্মাণের সময় বাঁধা দেয়ায় জমির মালিকের মেয়ে ও বোনদের উপর ফিল্মি কায়দায় হামলা চালায় দুস্কৃতিকারীরা ।

রাতভর চালানো হামলায় এই পুলিশ পরিবারের সদস্যদের আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে এলাকার আশপাশ। দুস্কৃতিকারীরা ক্ষমতাসীন দলের নেতৃত্বে থাকায় আশপাশের কেউ এগিয়ে এসে সাহায্য করতেও সাহস পায়নি। পরিবারটি নিরাপত্তাহীনতায় পতিত হওয়ার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেন পরিস্থিতি শান্ত হয়।

দুষ্কৃতিকারীদের অত্যাচারে অতিষ্ঠ এই পুলিশ পরিবারটি নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। এলাকার সাধারণ মানুষ বলছেন যেখানে একটি পুলিশ পরিবার’ই অনিরাপদ সেখানে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার কথা ভাবা তো অকল্পনীয়। আশুলিয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

পুলিশের সাব-ইন্সপেক্টর আরিফ হোসাইন এই প্রতিবেদককে টেলিফোনে জানান রাস্তা নির্মাণের বিষয়টি সমাধানের জন্য দীর্ঘ নয় মাস ওনাদের সাথে সমঝোতা করার চেষ্টা করা হলেও পাত্তা দেননি তারা, বরং নিজেদের পেশিশক্তি আর ক্ষমতার দাপটে শেষমেষ আমার পরিবারের উপর হামলা করেছে । সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ ঘটনায় দোষীদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান পুলিশের এই কর্মকর্তা।

ভুক্তভোগীরা জানান তাদের জমির উপর দিয়ে প্রতিবেশী লিয়াকত মাদবর, শওকাত মাদবর, কামরুল মাদবর ও জাইদুল ইসলাম আগে থেকেই রাস্তা নির্মাণের পরিকল্পনা করে আসছিলো। বাড়ির পুরুষ লোকেরা দুড়ে চাকরিতে চলে যাওয়ায় পুরুষশূন্য হয়ে বাড়ি। এই সুযোগে তাঁরা রাতের অন্ধকারে অবধৈভাবে রাস্তা নির্মাণের কাজ শুরু করে। আমরা বাঁধা দিলে আমাদের উপর লিয়াকত মাদবর, শওকত মাদবর, কামরুল মাদবর সহ তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে গুরুতর আহত করে।
জানা যায় এব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেয়ার জন্য যোগাযোগ করা হলেও না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি ।

দুষ্কৃতিকারীদের বিরুদ্বে এর আগেও অন্যের জমি দখলের একাদিক মামলা চলমান রয়েছে বলেও জানা যায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :