আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের শিমুলিয়া ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে আশুলিয়ার শিমুলিয়া নালারটেকী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান হিসেবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস ও উদ্বোধক ছিলেন সাভার উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু কৃষ্ণ দাস ঘোষ।
সম্মেলনে বক্তব্য রাখেন সাভার উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র সাহা, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাপ্পা দীপ্ত বসু, আওয়ামী লীগ নেতা মোঃ শওকত হোসেন, যুবলীগ নেতা মাসুদ আল-নূর সজীব প্রমুখ।
এসময় মনীন্দ্র কুমার সরকারকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের শিমুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি ও শম্ভু ঘোষকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply