রাজু দত্ত, কমলগঞ্জ ( মৌলভীবাজার) প্রতিনিধি।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতালের জন্য ভূমির দিলল অনুষ্ঠান ও ভূমিদাতা সরওয়ার জামান ও তার দম্পতি আলোয়া জামান আগমনে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়।
গতকাল ২৪ মে ২০২২ইং মঙ্গলবার সন্ধ্যা ০৭:৩০ মিনিটে শমশেরনগর চৌমুহনীতে ব্রাদার্স পার্টি সেন্টারে”শমশেরনগর হাসপাতাল” ভূমিদাতা আলেয়া জামান ওসরওয়ার জামান রানা দম্পতির আগমনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাসপাতাল বাস্তবায়ন কমিটি আহবায়ক কন্ঠ শিল্পী সেলিম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন ,কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইয়াদৌস হাসান, কমলগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার , কমলগঞ্জ উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ বুলবুল, সিলেট নর্থ ইষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতাতের
সহযোগী অধ্যাপক রাবেয়া বেগম মুন্নি প্রমুখ।
অনুষ্ঠানে হাসপাতালের তহবিলে দাতা সদস্যগণ অত্যন্ত আগ্রহ সহকারে নিম্নলিখিত তালিকা অনুযায়ী আর্থিক অনুদানের চেক প্রদান করেন।১) মোঃ নূরউদ্দিন (এসিটেন্ট ম্য্যনেজার কমার্শিয়াল বাংলাদেশ বিমান) ১,০০,০০০/=
২) আব্দুল জালাল বোরহান (দুবাই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা) ১,০০,০০০/= ৩) আব্দুল মুকিত জুয়েল যুক্তরাষ্ট্র প্রবাসী (হাজী আব্দুল হামিদ ফান্ডেশনের পক্ষ থেকে) ১,০০,০০০/= ৪) সোহেল আহমদ (শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি দুবাই এর সদস্য সচিব) ১,০০,০০০/=
৫) চৌধুরী আছিফ ইবনে জামাল (শ্রীনাথপুর আলীনগর, কমলগঞ্জ) ১,০০,০০০/= ৬) সৈয়দ সোহেল আহমদ এওয়ার্ড প্রাপ্ত ব্যাংকার (যুগ্ম আহবায়ক শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি যুক্তরাজ্য) ৫০,০০০/=
৭) মোজাম্মেল চৌধুরী টিপু (যুগ্ম আহবায়ক, শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি যুক্তরাজ্য) ৫০,০০০/=
৮) আবেদা সুলতানা (দুবাই প্রবাসী) ৫০,০০০/=
মোট = ৬,৫০,০০০/= টাকা। অনুষ্ঠানে অত্র এলাকা সহ পাশ্ববর্তী ইউনিয়নের সর্বস্থরের মানুষ, জনপ্রতিনিধি, দাতা সদস্য, সামাজিক রাজনৈতিক নেতৃবিন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সরকারি বেসরকারি কর্মকর্তা, প্রবাসী রেমিটেন্সযোদ্ধা, জনগোষ্টির প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply