নিজস্ব প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন বারেন্ডা অন্যরকম পার্কে আজ (১৯ সেপ্টেম্বর) সারাদিন ব্যাপি
সাংবাদিকদের জন্য এল বিশাল মিলন মেলার আয়োজন করা হয়।এতে সাংবাদিকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে উক্ত পার্কটি।
সকাল ১০ ঘটিকায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে দিয়ে অনুষ্ঠানের সূচনালগ্ন শুরু হয়।
মো. হাসান সরকারের উদ্যোগে (কাশিমপুর থানা প্রেসক্লাবে সভাপতি এবং বাংলা টিভির কাশিমপুর প্রতিনিধি) সকল স্থবিরতা ভেঙে এই বনভোজনের আয়োজন করা হয়।
দেশের এই ক্রান্তিলগ্নে যেখানে আইনশৃঙ্খলা চরম অবনতি হানাহানী সাংঘর্ষিক ঘটনাবলী সমাজের উদ্বেগ অস্থিরতার দোলাচালে দুলছে ঠিক সেই মুহুর্তে কাশিমপুর থানা প্রেসক্লাবের দেশপ্রেমিক সু- হৃদয়বান সভাপতি মোঃ হসান সরকার তার ক্লাবের সকল সদস্যদের নিয়ে শান্তির বার্তা পৌঁছে দিতে ব্যাপক সারা জাগিয়েছেন এই বনভোজনের মধ্যে দিয়ে
যারা এই বনভোজনে তার সাথে একাত্মা ঘোষণা করে সহমর্মিতা সহমত প্রকাশ করে পাশে দাঁড়িয়ে ছিলেন- সহ-সভাপতি বিল্লাল হোসেন সাজু, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক ইউসুফ আলী খান, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাহাজুদ্দিন সরকার, আইন বিষয়ক সম্পাদক বিপ্লব হোসাইন ফারুক, সম্মানিত সদস্যদের মধ্যে রয়েছেন, শাকিল আহমেদ সুজন, হাবিবুল বাসার সুমন, হাসমত হাসু, সিকান্দার আলী, সোহরাব হোসেন, জসিম উদ্দিন, আরমান হোসেন, ইউসুফ আহমেদ তুষার, সেলিম রেজা, নাজমুল ইসলাম, দীপ্তি খাতুন, আল মুনসুর সরকার, রমজান আলী, ও অন্যান্য সদস্য বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি মাঝে অন্যতম গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও কাশিমপুর ইউনিয়নের সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান মো. শওকত হোসেন সরকার, গাজীপুর, আশুলিয়া, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ, সমকাল কালিয়াকৈর প্রতিনিধি এম তুষারী, দিপ্ত টিভি গাজীপুর প্রতিনিধি, মোঃ রফিকুল ইসলাম, বাংলা টিভি গাজীপুর প্রতিনিধি, শহিদুল ইসলাম, চ্যানেল এস কালিয়াকৈর প্রতিনিধি, মোঃ হাবিবুর রহমান, কোনাবাড়ী প্রতিনিধি, মোঃ সালাহউদ্দিন আহম্মেদ, মোঃ মোকলেছুর রহমান, আবু সাঈদ, ঋতু, দৈনিক দেশরূপান্তর পত্রিকার আশুলিয়া প্রতিনিধি এবং আশুলিয়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. লোকমান হোসেন খোকা, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ ইয়াসিন,দৈনিক অধিকরণ পত্রিকার মো. জয় মাহমুদ,দৈনিক মুক্তখবর পত্রিকার মো. ফাইজুল ইসলাম,সাকিব আসলাম,আব্দুল্লাহ আল মামুন,জিল্লুর রহমান,আশুলিয়া প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক বনিকবার্তা পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি মো. সোহেল রানা, “নেক্সাস টেলিভিশনের সাভার, আশুলিয়া,ধামরাই প্রতিনিধি মো.শিফাত মাহমুদ ফাহিম।
আরও উপস্থিত ছিলেন অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।সামাজিক অবস্থানসহ আইন- শৃঙ্খলার স্থিতিশীলতা বজায় রাখতে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে যোগ দিয়েছিলেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হাসান।একটাই উদ্দেশ্য জাতির এই ক্রান্তি লগ্নে দেশবাসীর কাছে শান্তির সু-বাতাস পৌঁছিয়ে দেওয়া।
Leave a Reply