1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই স্বামী পরিত্যক্ত মহিলার সাথে অনৈতিক কাজ করার সময় আ.লীগ নেতা আটক ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া অসুস্থ শিশুটির দায়িত্ব নিলেন বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম   বিরুলিয়ার ১০ গ্রামের ঘরে ঘরে আতঙ্ক; রেলিক সিটির বিরুদ্ধে ৮ হাজার ২৫১ বিঘা জমি দখলের চেষ্টার অভিযোগ অনিয়মের দায়ে সাভারে পরীক্ষা হলের সাত পরিদর্শক বহিষ্কার, কেন্দ্র সচিবকে অব্যাহতি ; পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কঠোর অবস্থানে আছি,ইউএনও আবু বকর সরকার নাছিরপুর জলমহাল: দখল-পাল্টা দখলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা আত্রাই গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা,লাশ উদ্ধার করছে পুলিশ এবার নকল করার সুযোগ নেই: কেন্দ্র সচিব শাহআলম মিয়া আত্রাই ছাত্রদল নেতাকে ছাত্রলীগ সাজিয়ে সংবাদ প্রকাশ, ছাত্রদল নেতার ক্ষোভ প্রকাশ বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বিএনপির শোভাযাত্রা বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে গোলাম মোস্তফা ও খোরশেদের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা

কালিয়াকৈর ঘরোয়া হোটেল যেনো নব্য কসাই খানা,এদের রুখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা জনসাধারণের

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি: কালিয়াকৈর উপজেলার নিকটস্থ ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের পাশেই (কালিয়াকৈর আন্ডারপাস) গড়ে ওঠা ঘোরা হোটেলের বিরুদ্ধে এখানে খেতে আসা লোকজনদের অভিযোগের যেনো কোনো শেষ নেই।গতকাল একজন গণমাধ্যম কর্মী এই হোটেলে খেতে এসে তার তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন কালিয়াকৈর (Kaliakoir Public Group) আঞ্চলিক একটি ফেসবুক গ্রুপে।

তিনি লিখেন-“কালিয়াকৈর আন্ডারপাস সংলগ্ন ঘরোয়া হোটেল যেনো নব্য কসাই খানা,জনস্বার্থে প্রশাসনে হস্তক্ষেপ কামনা করছি।

কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও শিক্ষার্থী ভাই বোনদের সুদৃষ্টি আকর্ষণ করছি।আপনারা অতিদ্রুত ঘোরায়া হোটেল কর্তৃপক্ষের লাগাম টেনে ধরুন।এরা বর্তমান সময়ের নব্য কসাই এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময়।অন্য আরও রেস্তোরাঁর চেয়ে এখানে এরা সকল জিনিসপত্রের অধিক দাম রাখে যা সাধারণ মানুষদের সাধ্যের বাহিরে,এরা ব্যবসার আড়ালে মানুষদের কাছ থেকে জিম্মি করে প্রতিদিন টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে।

আজ (১৬ সেপ্টেম্বর) আমার বাইক-Mt15 সার্ভিসিং করার জন্য আশুলিয়া থেকে কালিয়াকৈর ইয়াহামা মোটরসাইকেল শোরুমে গিয়েছিলাম।বাসায় লান্স করা হয়নি এজন্য বেলা ৪ টার সময় ঘরোয়া হোটেল তথা রেস্তোরাঁয় লান্স করতে যাই আমিও আমার সহকর্মী।

সবকিছু দাম ঠিকিই ছিলো।কিন্তু গরুর কালা ভুনা ও দই ছিলো মানহীন আর দাম ছিলো আকাশ ছোঁয়া লাগামহীন যা অন্য যেকোন জায়গার চেয়ে বলতে গেলে দ্বিগুন।ছোট কাপ দই এর দাম তারা নেয় ৮০ টাকা যা বাহিরে অন্য কোনো ভালো হোটেলে সর্বোচ্চ ৪০/৫০ টাকা থেকে ৬০ টাকা।গরুর কালা ভুনা ৫/৬ পিচ (ছোট সাইজ)তারা দাম নিয়েছে ২৮০ টাকা যা বাংলাদেশের কোথাও নেই বললেই চলে।

এমন মফস্বল এবং শিল্প এলাকায় তাদের এমন দাম কতটা যৌক্তিক? এই এলাকায় নিম্ন মধ্যবিত্ত মানুষদের সংখ্যা বেশি।তাদের এমন গলাকাটা বানিজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।তাদের বিরুদ্ধে অতিদ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি স্থানীয় প্রশাসনের নিকট।”

গ্রুপে পোস্টটি চোঁখে পড়ার পর আমরা ভুক্তভোগী সাংবাদিকের সাথে যোগাযোগ করি।তিনি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন “নেক্সাস” এর সাভার উপজেলা প্রতিনিধি।তিনি তার বাইক সার্ভিসি করতে এসে এমন বাজে অভিজ্ঞতা অর্জন করেন।

তিনি আরও বলেন, তাদের খাবার ছিলো মানহীন একদম বাজে যা ফুটপাতের যেকোন খাবারের দোকান তথা হোটেলের চেয়ে নিম্ন মানের।তাদের এমন নৈরাজ্য রুখতে তিনি কালিয়াকৈর উপজেলার সচেতন মানুষ এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

গ্রুপে তার পোস্টে অনেকেই এখানে (ঘরোয়া হোটেল) খাবার এসে প্রতারিত হওয়ার অভিজ্ঞতার কথা বর্ণনা করেম। করেন।সেই সাথে তাদের এমন নৈরাজ্য রুখতে সকলেই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :