মো. নয়ন ফয়েজী,স্টাফ রিপোর্টার: কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় জোরপূর্বক জমি দখল,এ সংবাদ সংগ্রহ করতে গিয়ে নেক্কার জনক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন একজন সংবাদকর্মী।ছিনিয়ে নিয়ে গিয়েছে সাংবাদিকের ব্যবহৃত একটি মোবাইল ফোন,একটি ক্যামেরা,একটি ওয়ারলেস মাইক্রোফোন ও প্রেস আইডি কার্ড।
ঘটনাটি আজ (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১০টার দিকে কাশিমপুর থানা চক্রবর্তী এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহত সাংবাদিক মো. আসিফ খাঁন বলেন, মঙ্গলবার সকালে চক্রবর্তী এলাকায় হাফিজুল ইসলাম মামুনের পরিবারের মার্কেট ও সরকারি খালের জায়গা দখল করতে যায় ভূমিদস্যু সাইফুল ও তার বাহিনী সদস্যরা। গোপন সূত্রে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। এ সময় নির্মাণাধীন মার্কেটের ভিতরের ভিডিও করতে গেলে আমার দিকে তেঁড়ে আসে সাইফুল সহ তার বাহিনীর ১৫ থেকে ২০ জন সশস্ত্র সন্ত্রাসীরা।
আমার কাছে এসেই প্রথমে স্টিলের পাইপ দিয়ে আমার হাতে আঘাত করে (বারি মারে) ভূমিদস্যু সাইফুল এবং হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে।এরপর অতর্কিত হামলা চালায় তারা আমার ওপর।এতে আমি গুরুতর আহত হই।
সেই সাথে ভাঙচুর করা হয় তার একটি মোবাইল ফোন।ছিনিয়ে নেওয়া হয় তার সঙ্গে থাকা সনি ভিডিও ক্যামেরা ওয়ারলেস মাইক্রোফোন ও তার প্রেস আইডি কার্ড।গুরুতর আহত অবস্থায় ওই সাংবাদিক আসিফ খাঁন কে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ সরকারি হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে একজন সিনিয়র সংবাদকর্মী বলেন,জমি দখলের খবর সংগ্রহ করতে যেয়ে ”দৈনিক নতুন দিগন্ত” পত্রিকার সংবাদকর্মী আসিফ খাঁন সন্ত্রাসী হামলার শিকার হয়।সেই সাথে মারধরের এক পর্যায়ে তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন ওয়ারলেস মাইক্রোফোন ও ক্যামেরা ছিনতাই করে নিয়ে যায় সন্ত্রাসী সাইফুল ইসলামের লোকজনরা।এভাবে আমাদের সংবাদকর্মীদের ওপর হামলা হলে দেশের আইনশৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়ায়? আমরা এই হামলার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে মুঠোফোনে কথা বলা হলে কাশিমপুর থানার অফিসার্স ইনচার্জ মো.সাইফুল ইসলাম বলেন,লিখিত অভিযোগ পেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply