গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় দৈনিক নতুন দিগন্ত” পত্রিকার সংবাদকর্মী মো. আসিফ খাঁনের ওপর সন্ত্রাসী হামলা করে ভূমিদস্যু সাইফুল ও তার বাহিনীর সদস্যরা।উক্ত হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হলেও আসামীরা এখনও ধরাছোঁয়ার বাহিরে।
শনিবার (১ মার্চ ) বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী আসিফ খাঁন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় খাস জমি এবং মো: হাফিজুল আসাদ গ্যাংদের নিজস্ব জমি জোরপূর্বক দখল ও দোকান ঘর ভাঙচুর করে জায়গা দখল করে নিয়েছে সাইফুল।উক্ত খবরে ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরের ভিডিও ধারণ করার সময়। ভূমিদস্যু সাইফুল সহ তার বাহিনীর ১৫ থেকে ২০ জন সশস্ত্র সন্ত্রাসীরা প্রথমে স্টিলের পাইপ দিয়ে হাতে আঘাত করে। এরপর ধাক্কা দিয়ে মাটিতে ফেলে সবাই মিলে এলোপাথাড়ি লাথি কিল ঘুষি মেরে গুরুতর আহত করে সাংবাদিক আসিফ খাঁন কে।
ভাঙচুর করা হয় তার একটি মোবাইল ফোন।ছিনিয়ে নেওয়া হয় তার সঙ্গে থাকা সনি ভিডিও ক্যামেরা ওয়ারলেস মাইক্রোফোন ও তার প্রেস আইডি কার্ড।গুরুতর আহত অবস্থায় সাংবাদিক আসিফ খাঁন কে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ সরকারি হাসপাতালে নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা।
চিকিৎসা শেষে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভূমিদস্যু সাইফুল ইসলাম কে প্রধান করে তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কয়েকজনের নাম উল্লেখ করে এবং ১৫/২০ জনকে অজ্ঞাত আসামী করে কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করেন হামলার শিকার ভুক্তভোগী সাংবাদিক।
মামলার আসামীরা হলেন- মো: সাইফুল ইসলাম ( ৪০) পিতা-রফিকুল ইসলাম মোল্লা চক্রবর্তীরঠেক ০২ নং ওয়ার্ড থানা- কাশিমপুর গাজীপুর মহানগর গাজীপুর , বিল্লাল হোসেন (৪৪) পিতা ও মাতা অজ্ঞাত বর্তমান ঠিকানা চক্রবর্তীরঠেক গাজীপুর মহানগর গাজীপুর, মো:ফারুক (২৮) পিতা মো: আবুল মাতা অজ্ঞাত, মো: বাবুল (৩৫) পিতা- মো:আবুল মাতা-অজ্ঞাত, মো:আবুল (৬১) পিতা ও মাতা অজ্ঞাত বর্তমান ঠিকানা চক্রবর্তীরঠেক ০২ নং ওয়ার্ড থানা- কাশিমপুর গাজীপুর মহানগর গাজীপুর।তাদের সহযোগী আরও ১৫/২০ জন অজ্ঞাত নামা আসামী রয়েছে।
এ বিষয়ে একজন সিনিয়র সংবাদকর্মী বলেন,জমি দখলের খবর সংগ্রহ করতে যেয়ে ”দৈনিক নতুন দিগন্ত” পত্রিকার সংবাদকর্মী আসিফ খাঁন সন্ত্রাসী হামলার শিকার হয়। এ বিষয়ে মামলা হওয়ার পরেও আসামিরা এলাকায় প্রকাশ্যে তাদের সকল কর্মকাণ্ড করে যাচ্ছে। একজন সংবাদকর্মীর ওপর হামলা হওয়ার পরেও প্রশাসন এখন পর্যন্ত একজনকে ও গ্রেফতার করে নাই ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আসামীরা গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীনতা এবং প্রাণনাশের শঙ্কায় রয়েছে উক্ত মামলার বাদী ভুক্তভোগী সাংবাদিক আসিফ খাঁন।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘মামলার আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
Leave a Reply