মো. শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি: প্রেমে স্বর্গ প্রেমে নরক,প্রেমে বাঁচা মরা ” আধুনিক বাংলা গানের রুপকার সৈয়দ আব্দুল হাদীদ’র বিখ্যাত এই গানটি যেন যুগ থেকে যুগান্তে প্রেম যুগলদের মনে অনুপ্রেরণা যুগিয়ে আসছে।তবে প্রশ্ন; সেটি কেমন প্রেম ? নিজ ঘরে স্বামীকে রেখে অন্যত্রে দেহ মন সোপর্দ করা,এমন প্রেম কি?
না,আসলে তা এমন প্রেম কখনোই না।সেটি শুদ্ধ ও বিশুদ্ধ প্রেম।যে প্রেম শুধু জীবনে আসা প্রথম মানুষটির সাথেই হয়ে ওঠে।কিন্তু বিয়ের পর স্বামীকে রেখে অন্যত্রে মনপ্রাণ দেহ উজার করে দেওয়া এবং স্বামীকে হত্যা চেষ্টা করা কতটা যৌক্তিক?
ইতিহাস ঘেটে দেখা যায় নারীর পরকীয়া প্রেমের বলি হয়ে অনেক পুরুষই তার সবচেয়ে নির্ভরযোগ্য স্থান, বিশ্বস্তের জায়গা স্ত্রীর হাতে জীবন দিয়েছে।একবার ভেবে দেখুন তো একজন নারীর কতটা ভয়ঙ্কর পরিকল্পনা থাকলে সে তার ঘুমন্ত স্বামীর হাত-পা বেঁধে মুখে সুপারগ্লু আটা দিয়ে গলায় ছুরি চালিয়ে হত্যা চেষ্টা করতে পারে!
ঘটনাটি ঘটেছে নওগাঁ জেলার অদূরে আত্রাই উপজেলার নিকটবর্তী ০২ নং ভোঁপাড়া ইউনিয়নের জামগ্রামে।খোঁজ নিয়ে জানা যায় গতকাল (২৩ সেপ্টেম্বর) রাতে ঘুমন্ত স্বামীর হাত-পা বেঁধে মুখে সুপার গ্লু আঠা দিয়ে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা চালায় স্ত্রী।
স্ত্রীর ছুরিকাঘাতে আহত যুবকের নাম মো. আব্দুর রাজ্জাক (২৮),পিতা মৃত আক্কাস আলী প্রামাণিক।
আহত যুবকের স্ত্রীর নাম মোছা. রিতু আক্তার (২০), পিতা মো. বেদারুল ইসলাম, সাং শফিকপুর বাঁশবাড়ীয়া,
রাণীনগর,নওগাঁ।
বিষয়টি সম্পর্কে আহত রাজ্জাকের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, তাদের বিয়ে হয়েছে আনুমানিক মাত্র ২ মাস হয়।তাদের সম্পর্ক বেশ ভালোই ছিলো।আজ রাতে ১২/১ নাগাদ হঠাৎ তাদের ডাক চিৎকারের ওয়াজ ভেসে আসে,তখনই ছুটে এসে দেখি রক্তাক্ত অবস্থা।আমরা অতিদ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য ভর্তি করায়।অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আরও বলেন, আমরা পরে জানতে পেরেছি মেয়েটির অন্য জায়গায় প্রেমের সম্পর্ক রয়েছে।সেই সম্পর্কের জেরে আজ রাতে তার স্বামীকে হত্যা চেষ্টা চালায় যা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি ) মো. শাহাবুদ্দিনের সাথে কথা বলা হলে উনি জানান,ঘটনাটি আমি শুনেছি।তবে এখনো কেউ এই বিষয়ে থানায় লিখত অভিযোগ করেননি যদি আমরা লিখিত অভিযোগ পাই তাহলে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply