আমজাদুল হক–
বহুদিন তোমাকে নিয়ে
ঘুরা হয়না
ব্যাস্ততম নগরীর অলিগলি
তুমি বলো “অবহেলা”
শুদ্ধ ভালবাসার মত
অপরাধী আমি।
চলো আজ রিক্সায় ঘুরি
পাশাপাশি হাঁটি
রমনার উদ্যান
বোটানিক্যাল
বইমেলা প্রাঙ্গণ
আজো কি আগের মতই
মুখরিত,
তোমাদের কলকাকলি
কতদিন শুনিনা।
সেই ফাল্গুন, আজো আষাঢ়ের কদমের মতই
মুখরিত
রমনীর খোঁপার মত করে গচ্ছিত এই জীবন
আরো মধুময় হোক
চলো আজ একটু এক হই
পাশাপাশি হাঁটি
হাত ধরি।
যদি আজ এক পশলা বৃষ্টি নামে
নামুক
রিক্সসার হুড তুলে কতোদিন
ঘুরা হয়না
দেখা হয়না
নাগরীর বৃষ্টি ভেজা মুখ।
চলো আজ একাসাথে
কিছুটা সময়, রিক্সসায় ঘুরি
দেখি নাগরীর বৃষ্টি ভেজা মুখ।।
Leave a Reply