সাভার প্রতিনিধি :
জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘরে ঢুকে এক গৃহবধুকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় করা মামলায় সাভারের ভাকুর্তা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হাসান আলীকে (৩৭) গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
শনিবার (৩ ফেব্রুয়ারী) রাতে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক মো. মওদুদ কামাল। এর আগে শনিবার (৩ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় সাভারের পায়রা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামীর সাথে দীর্ঘদিন ধরে এলাকার কয়েকজনের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জেরে গত বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় গ্রেফতার স্থানীয় ইউপি সদস্য হাসান আলীর নেতৃত্বে মামলার বাকি আসামীরা বাদী মো. বিল্লাল হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ঘরে থাকা তার স্ত্রী গৃহবধু লাইলী আক্তারকে উপর্যোপুরি মারধর করতে থাকে এবং তার পরনের জামা কাপড় টেনেহিচড়ে শ্লীলতাহানি করে। একপর্যায়ে ধারালো চাপাতি দিয়ে তার মাথায় আঘাত করে। এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার স্বামী বিল্লাল হোসেনকেও মারধর করা হয়। পরে তাদের ডাক চিৎকার আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় বুধবার (৩১ জানুয়ারি) রাতে ভাকুর্তা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য মো. হাসান আলীকে প্রধান আসামী করে আরও ৮ জনের বিরুদ্ধে ওই গৃহবধূর স্বামী মো. বিল্লাল হোসেন বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারী) সাভার মডেল থানায় একটি মামলা রূজু হয়।
এদিকে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকেলে সাভার বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনার প্রতিবাদে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়। সেখানে ভুক্তভোগীর পরিবারের লোকজন দাবী করেন দীর্ঘদিন যাবত তাদের পৈত্রিক জমি দখলের পাঁয়তারা করে আসছিল হাসান আলী সহ তার সহযোগীরা। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশে বসা হলেও কোন সুরাহা হয়নি। পরে ভুক্তভোগীরা আদালতে বিষয়টি নিয়ে মামলা দায়ের করেন। কিন্তু তাতেও অভিযুক্তদের দমানো যায়নি। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ক্ষিপ্ত হয়ে তাদের উপর এই হামলা চালানো হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক মওদুদ কামাল বলেন, তিনি মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। ভুক্তভোগী গৃহবধুর স্বামীর দায়ের করা মামলায় আজ বিকেলে তাকে আমরা গ্রেফতার করেছি। বর্তমানে সে থানা হাজতে রয়েছে আগামীকাল সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply