নিজস্ব প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯-তম ব্যচের ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে (৩৫) পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবির রহমান হাবিব কে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোর রাতে ধামরাই পৌর এলাকার মোকামটোলা মহল্লার তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃতের হাবির রহমান হাবিব ছিলেন ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।
এ ঘটনায় জাবির ডেপুটি রেজিস্টার-১ (নিরাপত্তা) সুদীপ্ত শাহিন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা (নং-৪৪) দায়ের করেছেন।
ছাত্রলীগ নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফির্সাস ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক।
অপরদিকে এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবির অন্যতম সমন্বয়ক আহসান লাবিবকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানাযায়।বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Leave a Reply