ডেস্ক রিপোর্ট : ঢাকা জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।
মাদক উদ্ধার ও গুরুত্বপূর্ণ আসামী গ্রেফতারসহ অপরাধ দমনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য রিয়াজ উদ্দিন আহমেদ এপ্রিল মাসের (২০২৩) জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে নির্বাচিত হন।
সোমবার (২২ মে) ঢাকা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে ঘোষণা দিয়ে তার হাতে পুরস্কারের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান (পিপিএম-বার)।
পুরস্কার গ্রহণের পর মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘ঢাকার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হওয়ায় আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেল। এই গৌরব শুধু আমার একার নয়, এটি আমাদের ঢাকা জেলা উত্তর গোয়েন্দা শাখার (ডিবি) প্রত্যেক সদস্যদের। তাই এ পুরস্কার আমি আমার প্রত্যেক সসহকর্মীদের উৎসর্গ করলাম।’
তিনি আরো বলেন, ‘কিছু কিছু পুরস্কার মানুষের কর্মস্পৃহা যেমন বাড়িয়ে দেয় তেমনি কর্মক্ষেত্রে দায়বদ্ধতাও বাড়ায় বহুগুণ। এই পুরস্কারপ্রাপ্তি আমাকে কাজের ক্ষেত্রে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান (পিপিএম-বার), অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবিব খান ( পিপিএম-সেবা) মহোদয়ের প্রতি। যাদের দিকনির্দেশনা এবং অনুপ্রেরণা আমাকে জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক এর সম্মান পেতে সহযোগিতা করেছে।’
Leave a Reply