সাভার প্রতিনিধিঃ
দুই যুগে পদার্পন করায় সাভারে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকি পালন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সাভারের শিমুলতলা এলাকার জিলিয়ান রেস্টুরেন্টে দিবসটি পালন উপলক্ষে দোয়া, আলোচনাসভা ও কেক কাটার আয়োজন করা হয়। এর আগে সকলের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
দৈনিক যুগান্তারের স্টাফ রিপোর্টার মতিউর রহমান ভান্ডারির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র হাজী আবদুল গণি।
এছাড়া বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন সাভার স্বজন সমাবেশের মোঃ সেলিম আহম্মেদ সাধারন সম্পাদক, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা, সাভার মডেল কলেজের অধ্যক্ষ মোঃ মিরাজুল ইসলাম, টির বিল্ডার্সের ম্যানেজিং ডিরেক্টর তানভীর আহমেদ, সাভার স্বজন সমাবেশের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন খাঁন জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র হাজী আবদুল গণি বলেন, আমি প্রথম যুগান্তর পত্রিকার নাম শুনেছি কলকাতায়। সেখানে যুগান্তর নামে একটি পত্রিকা চালু ছিলো। আমার মনে হয় সেটার ধারাবাহিকতায় বাংলাদেশের যুগান্তর পত্রিকাটি প্রকাশ করছে। এই পত্রিকাটির অসংখ্য পাঠক রয়েছে এবং অত্যন্ত ভালো মানের এবং সাহসি সংবাদ প্রকাশ করা দিন দিন এর প্রচার বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও বলেন, যুগান্তর পত্রিকার মালিক নুরুল ইসলাম বাবুল একজন অত্যন্ত ভালো এবং আমার কাছের মানুষ ছিলো। তার দুরদর্শিতার কারনেই আজ যুগান্তর পত্রিকাটি ভালো একটি অবস্থানে রয়েছে। এছাড়া সাভারের যে প্রতিনিধি রয়েছে মতিউর রহমান ভান্ডারী সে অত্যন্ত সাহসী এবং ভালো রিপোর্ট করে থাকে। আমি তাকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি দেশে অনেক হলুদ সাংবাদিকতা চলছে যে কারনে ভালো সাংবাদিকরা বিভিন্ন স্থানে মর্যাদা হারাচ্ছে। আমি যুগান্তর পত্রিকার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি যাতে করে অতীতের মতো তার সুনাম অক্ষুন্ন রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মোঃ সেলিম আহম্মেদ বলেন, দৈনিক যুগান্তর অত্যন্ত সাহসী রিপোর্ট করে থাকে। সারা দেশের ন্যায় সাভারে প্রতিনিধি মতিউর রহমান ভান্ডারীও অনেক সাহসী রিপোর্ট করে থাকে। এজন্য আমি ব্যক্তিগতভাবে তাকে অনেক পছন্দ করি। আমি আশা করছি যুগান্তর তার ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাবে এবং সমাজের কল্যানে ভালো ভালো রিপোর্ট করে নিজেদের সুনাম বজায় রাখবে।
আলোচনাসভা শেষে দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের জীবন ও কর্মের ওপর আলোচনা ও তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
পরে সকলের অংশগ্রহনে যুগান্তরের দুই যুগে পদার্পন কেক কাটা হয়। এসময় সাভারের বিভিন্নি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মকর্তা অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply