ধামরাই প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাজ্জাদ হোসেন সাইদি (৩০) নামে এক ব্যবসায়িকে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা । সোমভাগ ইউনিয়নের পশ্চিম দেপাশাই সাজ্জাদ হোসেনের বাড়ির সামনে লোহার পাইপ দিয়ে পিটিয়ে ও চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা চেষ্টা করে একই এলাকার কামরুল,ইসমাইল ও মাদকাসক্ত আলী আজম।
মুমূর্ষ অবস্থায় আহত সাঈদীকে স্থানীয়রা উদ্ধার করে কালামপুর পপুলার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে এনাম মেডিকেল কলেজে পাঠান। বর্তমানে সাইদি সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রযেছেন। এ ঘটনায় আহতের বড় বোন কালবেলাকে জানিয়েছেন ধামরাই থানায় হত্যা চেষ্টা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পরিবার।
ঘটনার প্রতক্ষ্যদর্শী আহত সাইদির চাচাত ভাই জাকারিয়া বলেন,মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিত ভাবে লোহার পাইপ দিয়ে বেধর মারধর করে এক পর্যায়ে সাইদি মাটিতে লুটিয়ে পড়লে হত্যার উদ্দেশ্যে মাথায় চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। পরে মৃত ভেবে ফেলে রেখে চলে যায় সন্ত্রাসীরা।পরে আমি সহ স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কালামপুর পপুলার হাসপাতালে নিয়ে জাই।
এ ব্যাপারে ধামরাই থানার পরিদর্শক অপারেশন নির্মল চন্দ্র গ্রহ জানান বিষটি আমরা শুনেছি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply