শেখ নয়ন স্টাফ রিপোর্টার
নওগাঁ জেলার রাণীনগর উপজেলার রাতোয়াল গ্রামে। নমির উদ্দিন দরবার শরীফের উদ্যোগে ৬৪ তম ওরস মোবারক সম্পন্ন হয়েছে।
গত মঙ্গলবার বাদ আছর হতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন জননেতা জনাব এ্যাডঃ মোঃ ওমর ফারুক (সুমন)এম,পি। ৫১ নওগাঁ-৬ (রানীনগর,আত্রাই)
সভাপতিত্বে জনাব মোঃ আব্দুল ওহাব (চাঁন)চেয়ারম্যান, ৬ নং কালিগ্রাম ইউনিয়ন পরিষদ।এবং মোঃ মোয়াজ্জেম হোসেন টুটুলের পরিচালনায় মাহফিলে বয়ান পেশ করেন
প্রধান মেহমান: আলহাজ্ব মাওলানা মোঃ আতাউর রহমান হাবিবি।
দ্বিতীয় মেহমান: মাওলানা মোঃ আব্দুল খালেক আনসারী (সিরাজগঞ্জ)
তৃতীয় মেহমান: হযরত মাওলানা মোঃ সালমান ফারসি (খতিব অত্র মসজিদ)
Leave a Reply