1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
জমে উঠেছে রাতোয়াল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আত্রাই লটারির টাকা আত্মসাৎ করায় বিএনপির ৩ নেতাকর্মী শোকজ,প্রতারক পাপ্পু কোথায়? আত্রাই পৌষসংক্রান্তি মেলায় লটারির টিকিট বিক্রি করে “ড্র” না দিয়ে ২০ লক্ষ টাকা নিয়ে উধাও বিএনপি নেতা রাণীনগর চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা ইমরান বহিষ্কার পাইকগাছায় জলমহালে হামলা মামলায় সাবেক বিএনপি নেতা ডাবলুর ভাই কারাগারে রাণীনগর প্রবাসীকে পিটিয়ে যুবদল নেতার ২ লক্ষ টাকা চাঁদা আদায় নিত্যপণ্যের দাম কমানোর দাবী জানিয়ে আশুলিয়ায় সমাবেশ আইএফআইসি ব্যাংক বসুন্ধরা শাখার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ আশুলিয়ায় চাঁদা না পেয়ে চা দোকানীকে গুলি, গ্রেপ্তার -০৩ আত্রাই আ.লীগের নেতাকর্মীদের নিয়ে তারুণ্য উৎসব কর্মশালা পালন করলো ”ইউএনও”

নাশকতার চেষ্টা করলে ২৮ তারিখ বিএনপি নেতাদের ঢাকা থেকে বের হতে দেয়া হবেনা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

সাভার প্রতিনিধি : আগামী ২৮ অক্টোবরের সমাবেশে নাশকতার চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীদের ঢাকায় ঢুকতে দিলেও বের হতে দেয়া হবেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আয়োজিত এক গনসংযোগ কর্মসূচি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের কর্মসূচি দেবার অধিকার আছে এটা আওয়ামী লীগ বিশ্বাস করে রাস্তায় মিটিং করা মিছিল করা তাদের রাজনৈতিক অধিকার। আপনারা দেখেছেন গত ১৮ তারিখে বিএনপি সমাবেশ করেছে সেখানে আওয়ামী লীগ কি কোন বাধা দিয়েছে? তাদেরকে কোথাও কি লাঠিচার্জ করেছে? ছাত্রলীগ যুবলীগের কোন নেতাকর্মী তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে? করে নাই কারন আগেই আমাদের কাছে তথ্য ছিল বিএনপি ১৮ তারিখের সমাবেশে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করবে এই কারণে কোনরূপ বাধা প্রতিবন্ধকতা কোন কিছু ছাড়াই তারা সেই সমাবেশটি করেছে। কিন্তু আমাদের কাছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে ও দলীয় সূত্রে খবর এসেছে ২৮ তারিখের সমাবেশে তাদের জ্বালাও পুড়াও সহ বিভিন্ন ব্যাংক লুট করার পরিকল্পনা এবং সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা করার তাদের প্রস্তুতি আছে। তারা যদি কর্মসূচিটা রাজনৈতিকভাবে করে কোন হাঙ্গামা না করে তাহলে তাদের ঢাকায় যাওয়ারও সুযোগ দেয়া হবে এবং ঢাকা থেকে এক্সিটেরও সুযোগ দেওয়া হবে। কিন্তু এটিকে তারা যদি নাশকতার দিকে নিয়ে যায় তাহলে যাওয়ার এক্সিট থাকবে তবে বের হবার এক্সিটে অবশ্যই প্রতিবন্ধকতায় পরতেই হবে। কারন সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা দেওয়া সরকার এবং সরকারি দলের লোকজনের দায়িত্ব এবং কর্তব্য।

তিনি আরো বলেন, বর্তমানে বিএনপি’র নেতারা যে সকল দেশের রাষ্ট্রদূতদের বাসায় বাসায় ঘুরছে সেইসব রাষ্ট্রদূতেদের যে দেশ আছে সেই দেশে কি প্রক্রিয়ায় নির্বাচন হয়? অবশ্যই তাদের সংবিধান মোতাবেক, তাদের গঠনতন্ত্র মোতাবেক, তাদের নির্বাচন কমিশনের রায় মোতাবেক নির্বাচন হয়। আমরাও মনে করি বাংলাদেশে সংবিধান আছে, স্বাধীন নির্বাচন কমিশন আছে। বিএনপি তাদের সাথে যদি কোন আলোচনা করতে চায় তারা করতে পারে। নির্বাচন সঠিক সময়ে সংবিধানের আলোকে এবং সংবিধান মেনেই অনুষ্ঠিত হবে। এতে কে আসলো কে আসলো না এটা তাদের রাজনীতি কৌশলের বিষয়। এই যে তারা সব সময় ইসলামের কথা বলে আজকে যে ফিলিস্তিনির উপর এত হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে তারা কেন একটা বিবৃত দিল না? তারা কেন চুপ? আজকে শেখ হাসিনা তো ফিলিস্তিনিদের জন্য সাহায্য পাঠাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ফিলিস্তিনের উপর নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার আছে। আমাদের বিদেশি যারা বন্ধু আছে তারা আমাদের পরামর্শ দিতেই পারে এটা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কোন চাপ অনুভব করছে না।তারা দশটা পরামর্শ দিলে এর মধ্যে যেটা সঠিক এবং দেশ ও দশের জন্য কল্যাণকর বাংলাদেশ আওয়ামী লীগ তাদের সেই পরামর্শ অবশ্যই গ্রহণ করবে।

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আপনি রাজনৈতিক কর্মী, বিরোধী দলের রাজনীতি করতে হলে মামলা হবে এটি মেনেই রাজননীতি করতে হয়। আপনি বিরোধী দলের রাজনীতি করবেন আর ফাইভ স্টার হোটেলে গিয়ে ঘুমাবেন এটার নাম বিরোধী দল নয়। বিরোধী মানেই হচ্ছে সংগ্রাম আর সংগ্রাম মানেই হচ্ছে যুদ্ধ সেই যুদ্ধ করতে গিয়ে আপনি মামলা হামলার শিকার হবেন আর মামলা হলে গ্রেফতার হবেন এটাই নিয়ম। আমরাও বিরোধী দলে থাকা কালীন মামলা হামলার শিকার হয়েছি।
গণসংযোগে ফারুক হাসান তুহিন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন এবং আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ি করতে যে যার অবস্থান থেকে কাজ করতে উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :