1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ঈদ পরবর্তী নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপি নেতা বুলু সাভারে ঈদ পুনর্মিলনী ও যুবদলের নতুন অফিস উদ্বোধন করলেন সাবেক সংসদ সালাউদ্দিন বাবু আত্রাই নারীকে শ্লীলতাহানির অভিযোগ তুলে হাত- পা বেঁধে নির্যাতন,যুবক মৃত্যু শয্যায় দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা শামীম ভোঁপাড়া’বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. নূরুল ইসলাম সুজন মৃধা নওগাঁবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছন জাহিদুল ইসলাম ধলু আত্রাইবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ওসি শাহাবুদ্দিন ত্রিমুখী সংকটে দিশেহারা ট্যানারি খাত; ইমাম হোসাইন এদেশে আর আওয়ামী লীগের জায়গা হবে না ; অন্তর্বর্তী সরকারের বাজেট জনআকাঙ্ক্ষার প্রতিফলন: আমান উল্লাহ আমান সাভার পৌরসভার এক মাত্র ইজারাকৃত হাটকে নিয়ে চলছে মহাচক্রান্ত

প্রতারক স্বামীর বিরুদ্ধে দুই-স্ত্রী ও প্রেমিকার মানব বন্ধন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩

সাভার প্রতিনিধি :
বেসরকারি একটি মাদরাসার চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বর্তমান ও সাবেক স্ত্রীসহ প্রেমিকা। এসময় তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

রবিবার (৪ জুন) দুপুর ১ টার দিকে সাভারের সাভার-মজিদপুর সড়কের আল-বারাকা মার্কেটের আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার সামনে এই মানববন্ধন করেন তারা।

অভিযুক্তের নাম ক্বারী এনামুল হাসান সাদী, তিনি চাঁদপুর জেলার কচুয়া থানার বাইছাড়া গ্রামের ইব্রাহিমের ছেলে।

মানববন্ধনে দ্বিতীয় স্ত্রী বলেন, আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার চেয়ারম্যান ক্বারী এনামুল হাসান সাদীর মাদরাসায় আমার সন্তানকে ভর্তি করতে আসি। ভর্তির পর জোর জবরদস্তি করে আমার সাথে সম্পর্ক স্থাপন করে বিয়ে করে। পরে মোবাইল ফোনে অন্তরঙ্গ মহুর্তের ছবি সংরক্ষণ করে ব্ল্যাকমেইল শুরু করে। যৌতুকের জন্য মারধর করে। পরে জানতে পারি তার আগেও একজন বউ আছে। সে স্ত্রীকে তালাক দিয়েছেন। পরে তার বিরুদ্ধে নির্যাতন ও যৌতুকের মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে জেলহাজতে রয়েছে। তবে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে দেওয়ার হুমকি দিয়ে মামলা তুলে নিতে বলছেন।

প্রথম স্ত্রী বলেন, আমার সাথে পারিবারিকভাবেই বিয়ে হয় আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার চেয়ারম্যান ক্বারী এনামুল হাসান সাদীর সাথে। তিনি আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার চেয়ারম্যান। সংসার ভালই চলছিল। হঠাৎ তিনি নারীদের প্রতি আশক্ত হয়ে পড়েন। তার সহযোগী কামাল হুসাইন, ইসমাইল হুসাইন, সাখাওত হুসাইন ও মোস্তফার সহযোগিতায় অন্য বাসায় নারীদের নিয়ে ফুর্তি করতে থাকেন। এব্যাপারে তার সাথে পারিবারিক কোন্দলের সৃষ্টি হয়। পরে আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে তালাক দিয়ে দেয়। আমি দুই বছরের শিশু সন্তান নিয়ে খুব কষ্টে আছি। আমি এরকম প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করি। সেই মালায় গ্রেপ্তার হয়েছিল ও পরে জামিনে আসে।

ভুক্তভোগী প্রেমিকা বলেন, আমি আমার ভাইকে তার মাদ্রাসায় ভর্তি করতে আসি। আমার মোবাইল নম্বর নিয়ে আমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে শারিরীক সম্পর্ক করেন। পরে শুনি তিনি আরও দুই বিয়ে করেছেন। তাদের ভরনপোষণও দেন না। তিনি মোবাইলে বিভন্ন মহুর্তের ছবি তুলে চাইতেন। সেই ছবি দিয়ে এখন ব্ল্যাকমেইল করছেন। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মানববন্ধনে ভুক্তভোগীদের পরিবারসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :