মোঃ শিফাত মাহমুদ ফাহিম, নিজস্ব প্রতিনিধি:বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যামে গত ০৫ আগস্ট হাসিনার পতন হয়।শুধু পতনই নয় দেশ ছাড়তে বাধ্য হয় তিনি।এরপর থেকেই দেশের গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে কৌশলে বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করে চলছে একটি গোষ্ঠী। দেশের অর্থনীতি ধ্বংস করতে তারা টার্গেট করে পোশাক কারখানা গুলো।পোশাক কারখানার শ্রমিকদের বিভিন্ন ভাবে উস্কানি দিয়ে রাস্তায় নামিয়ে আন্দোলন করায় তারা আর এতেই সৃষ্টি হয় অস্থিতিশীল পরিস্থিতি।
গত কয়েকদিন যাবৎ জিরাবো মন্ডল নিটওয়্যার লিমিটেড পোশাক কারখানার দুইজন শ্রমিক রুবেল ও আশা নিখোঁজ এবং তাদের গুম করা হয়েছে বলে মিথ্যা গুজব ছড়িয়ে তাদের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে মিয়ে মহাসড়ক অবরোধ করে একদল শ্রমিক।নিখোঁজদের ফিরে পাওয়ার দাবিতে।দুইজন শ্রমিক এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিমিষেই উত্তাল হয়ে উঠে শিল্পাঞ্চলের পরিবেশ।পরবর্তীতে জানাযায় যাদের নিখোঁজ দাবি করে এই অপপ্রচার চালানো হয়েছে তারা জীবিত আছেন এবং তাদের বাসায় আছেন।
শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা বাঁধানোর অভিযোগে আজ (০১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে ৩৬জন দোষকীর্তিকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা।পরবর্তীতে তাদের আদালতে প্রেরণ করা হয়।
এদিকে বকেয়া বেতন ভাতার দাবিতে ২৪ ঘন্টা যাবৎ ঢাকা -টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে বার্ডস গ্রুপের শ্রমিকরা। রাস্তায় স্বরণকালের তীব্র যানজট। পোশাক শ্রমিকদের দীর্ঘ সময় মহাসড়ক অবরোধে ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা করে পরিবহন শ্রমিকরা।সকল ষড়যন্ত্র রুখতে শিল্প পুলিশের পক্ষ থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply