জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মানবিক সংগঠন মানবতার ২য় প্রতিষ্টাবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার বিকালে সংগঠনের নিজস্ব উদ্যোগে উপজেলার শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী।
সমাজসেবক আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, সমাজসেবী সাবিনা ইয়াসমিন,সাংবাদিক আদিত্য কামাল, সমাজ সেবক মুজাহিদ আহমেদ চৌধুরী প্রমুখ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মানবতার সমন্বয়কারি ফারাবী রহমান, কুহিনুর বেগম সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় বক্তাগণ মানবিক সংগঠন মানবতার গত দুই বছরের সফলতার ভূয়সী প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবান ব্যক্তিরা সংগঠনটির পাশে দাঁড়ািয়ে তাদেরকে আরো গতিশীল করা উচিত। যাতে করে ভবিষ্যতে সংগঠনটি আরো বেগবান হয়।
উল্লেখ্য যে, উক্ত সংগঠনটি সমাজের হতদরিদ্র পরিবারের গৃহ মেরামত,টিউবওয়েল প্রদান,চিকিৎসা সহায়তা, খাদ্য সহায়তা সহ বিভিন্ন মানবিক কাজ করে থাকেন। সংগঠনটির বেশীর ভাগ সদস্যই বিভিন্ন স্তরের শিক্ষার্থী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য সানিয়া ইসলাম।
Leave a Reply