সাভার প্রতিনিধি : সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে খঞ্জন কাঠি খাল উদ্ধার করা হয়েছে। নিয়মিত খাস ও ভিপি জমি উদ্ধারের অংশ হিসেবে (২০ ফেব্রুয়ারী) মঙ্গলবার সাভার উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম রাসেল ইসলাম নূরের নেতৃত্বে অভিযান পরিচালনার মাধ্যমে খালটি উদ্ধার করা হয়।
অভিযানকালে খঞ্জনকাঠি খালের আর এস ১৪৩ ও ১৪৬ দাগের জমি উদ্ধার করা হয়। এ সময় খালের ভেতরে অবৈধভাবে স্থাপিত তিনটি টিনশেড ঘর ও দুইটি ইটের দেওয়াল ভেঙে ফেলা হয়। খালের জমি যেন কোনভাবেই বেদখলে যেতে না পারে সেজন্য সীমানা নির্ধারণপূর্বক সাইনবোর্ড টাঙানো হয়েছে। খাল পাড়ে অনতিবিলম্বে বৃক্ষরোপন করা হবে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম রাসেল ইসলাম নূর।
Leave a Reply