1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
পাইকগাছায় জলমহালে হামলা মামলায় সাবেক বিএনপি নেতা ডাবলুর ভাই কারাগারে রাণীনগর প্রবাসীকে পিটিয়ে যুবদল নেতার ২ লক্ষ টাকা চাঁদা আদায় নিত্যপণ্যের দাম কমানোর দাবী জানিয়ে আশুলিয়ায় সমাবেশ আইএফআইসি ব্যাংক বসুন্ধরা শাখার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ আশুলিয়ায় চাঁদা না পেয়ে চা দোকানীকে গুলি, গ্রেপ্তার -০৩ আত্রাই আ.লীগের নেতাকর্মীদের নিয়ে তারুণ্য উৎসব কর্মশালা পালন করলো ”ইউএনও” চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীকে গুলি করলেন যুবলীগ নেতা সাভার সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স সহ দুটি বাসে আগুন নিহত-০৪ কক্সবাজারে নিখোঁজের পর এক শিশুর মরদেহ উদ্ধার জাবিতে লাল-সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সাভারে বালু ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগ নেতা জসিমের উপর হামলা; আহত ৫

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

সাভার প্রতিনিধি : বৃহস্পতিবার রাত দের টার দিকে সাভারে তেঁতুলঝোরা ইউনিয়নের তরফ রাজাঘাট গ্রামে ছাত্রী লীগ নেতা পাভেলের নেতৃত্বে সাভারে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫জন আহত হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় তানজিলা লাইজু বলেন, দীর্ঘদিন ধরে তরফ রাজাঘাট গ্রামের পাভেল গ্রুপ এবং পার্শ্ববর্তী এলাকার যুবলীগ নেতা মোঃ জশিম উদ্দিন গ্রুপের মধ্যে বালু ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। এসব ঘটনায় প্রায়ই দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরিকল্পিত ভাবে বৃহস্পতিবার রাতে পাভেল বাহিনীর সদস্য সাজু, আলামিন ও সজীবসহ ১০-১২ জনের একদল সন্ত্রাসী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জশিম উদ্দিন গ্রুপের ওপর দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। সন্ত্রাসী হামলার ঘটনায় তানজিলা লাইজু মিমি তার মেয়ে ও ছেলে আহত হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা চলে গেলে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায় স্বজনরা।

যুবলীগ নেতা জসিম উদ্দিন কালবেলাকে বলেন- হাইব্রিড ছাত্র লীগ নেতা পাভেল বাহিনীর প্রধান পাভেল উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবের প্রশ্রয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। পাভেলকে নব্য যুবলীগ উল্লেখ করে জসিম বলেন, এমন হাইব্রিডদের জন্যেই দলের বদনাম হচ্ছে। বিভিন্ন সময় নেশা জাতীয় দ্রব্য সেবন করে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। সর্বশেষ আমি ও আমার পরিবারকে দেশীয় অস্ত্র-সস্র সহ দলবল নিয়ে হামলা করে মারাত্মকভাবে আহত করে।

ঘটনার প্রতিকার চেয়ে জরুরী সেবা নম্বর ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনের আসার পর পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসলেও সন্ত্রাসীদের ভয়ে এখনও স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এব্যাপারে সাভার ট্যানারী ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহা বলেন, জরুরী সেবা নাম্বারে খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা লুৎফর রহমান পাভেল দলবল নিয়ে যুবলীগ নেতা জশিম উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এঘটনায় জশিম উদ্দিনের স্ত্রী তানজিলা ও তার ছেলে এবং মেয়ে আহত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :