1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
পাইকগাছায় জলমহালে হামলা মামলায় সাবেক বিএনপি নেতা ডাবলুর ভাই কারাগারে রাণীনগর প্রবাসীকে পিটিয়ে যুবদল নেতার ২ লক্ষ টাকা চাঁদা আদায় নিত্যপণ্যের দাম কমানোর দাবী জানিয়ে আশুলিয়ায় সমাবেশ আইএফআইসি ব্যাংক বসুন্ধরা শাখার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ আশুলিয়ায় চাঁদা না পেয়ে চা দোকানীকে গুলি, গ্রেপ্তার -০৩ আত্রাই আ.লীগের নেতাকর্মীদের নিয়ে তারুণ্য উৎসব কর্মশালা পালন করলো ”ইউএনও” চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীকে গুলি করলেন যুবলীগ নেতা সাভার সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স সহ দুটি বাসে আগুন নিহত-০৪ কক্সবাজারে নিখোঁজের পর এক শিশুর মরদেহ উদ্ধার জাবিতে লাল-সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সাভারে বিএনপির পদযাত্রা ও বিক্ষোভ মিছিল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

সাভার প্রতিনিধিঃ বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, লবণ, আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সার, জ্বালানি তেলসহ কৃষিপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি ও সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে সাভার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি।
সকালে সাভার ইউনিয়নে একযোগে ইউনিয়নটির সব ওয়ার্ড থেকে মিছিল বের করে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। পরে সাভার ইউনিয়ন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার বাড়ির সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষে পদযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়।

সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাভার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফার নেতৃত্বে এ পদযাত্রা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির প্রচার সম্পাদক আরিফ হোসেন, ঢাকা জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাভার থানা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম,ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম মোল্লা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, ইউসুফ আলী, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আরিফ হোসেন আরিফ সহ সাভার ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সাভার থানা বিএনপি’র সভাপতি গোলাম মোস্তফা বলেন আমাদের ১০ দফা দাবি বাস্তবায়ন না হলে দলীয় নির্দেশনা মোতাবেক যেকোনো ধরনের আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছে সাভার থানা বিএনপি।

বিএনপির দাবি গুলোর মধ্যে রয়েছে চাল,ডাল, তেল, আটা, লবণ, চিনি ও দ্রব্যমূল্যের দাম কমানো, দুর্নীতি ও দলীয়করণ মুক্তভাবে খোলা বাজারে কম দামে খাদ্যদ্রব্য বিক্রি, বিদ্যুৎ, গ্যাস ও এলপিজি গ্যাসের দাম কমানো, কৃষি পণ্যের ন্যায্য মূল্য দেয়া, স্যার জ্বালানি তেল বীজ কীটনাশক সহ কৃষি উপকরণের দাম কমানো, শ্রমিকের ন্যায্য মজুরী নিশ্চিন্তে ব্যবস্থা গ্রহণ, রাষ্ট্রীয় দুর্নীতি, লুটপাট বন্ধ করা, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান আয়োজন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ,গুম,খুন,দমন মিথ্যা মামলা বন্ধ করা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :