সাভার প্রতিনিধি:
শ্রমজীবী ও অসহায় মানুষের আইনগত ও মানবিক সেবা প্রদানের ব্রত নিয়ে সাভারের কালিয়াকৈরে সাপোর্ট এইড ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংস্থা ও মিস্টার এন্ড মিসেস ল’চেম্বারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে । শনিবার বিকেলে স্থানীয়দের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সেলিম মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা আইনজীবী সমিতির ট্রেজারার এ কে এম আরিফুল ইসলাম কাউসার, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার মোঃ শরিফ মিয়া,সংরক্ষিত মহিলা আসন ১,২ ও ৩ নং ওয়ার্ড মেম্বার মোসাম্মৎ রাজিয়া সুলতানা ও এডভোকেট শাহানারা মোনালিসা সহ আরো অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে মানবতা,মানবিকতা ও মনুষত্বকে প্রাধান্য দিয়ে সাধারণ নাগরি ও অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাপোর্ট এইড কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি ইউপি সদস্য মোঃ শরিফ মিয়া ও মহিলা মেম্বার মোসাম্মৎ রাজিয়া সুলতানা প্রধান অতিথি হাজী মোঃ সেলিম মন্ডল এর বক্তব্যের সাথে একাত্মতা ঘোষণা করে মানবিকতা ও মনুষ্যত্বের বিকাশ এবং অধিকার বঞ্চিতদের পাশে থাকার লক্ষ্যে কাজ করার জন্যে সংগঠনটিকে আহ্বান জানান।
অনুষ্ঠানে সাপোর্ট এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আইন উপদেষ্টা জি.এম. আজিজ মোমিন (জি.এম.পলাশ) উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন – গার্মেন্টস শ্রমিকদের যেকোনো ন্যায্য দাবি আদায়ে এবং আইনি সহযোগিতা ছাড়াও দেওয়ানি,ফৌজদারি, ইনকাম ট্যাক্স ও শ্রম আদালতে সকল আইনি সহায়তা দিবে তার প্রতিষ্ঠান। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করণে ও কাজ করবে এই সংগঠনটি। এছাড়াও বাল্যবিবাহ রোধ ও নারী অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সব ধরনের আইনি সহযোগিতা,নারীদের ক্ষমতায়নের নিমিত্তে প্রয়োজনীয় ট্রেনিং শিক্ষা নিশ্চিতকরণ ও অধিকার বঞ্চিত শিশুদের অধিকার রক্ষা ও মালিক শ্রমিকের পক্ষে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে গার্মেন্টস সেক্টর গুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে ও কাজ করবে তার প্রতিষ্ঠান সাপোর্ট এইড ফাউন্ডেশন।
এ সময় দুস্থ ও অসহায়দের মামলা পরিচালনার ক্ষেত্রেও নামমাত্র কিস কিংবা কোন অর্থকরী ছাড়াই আইনি সহায়তা নিশ্চিত করতে তার প্রতিষ্ঠান কাজ করবে বলেও জানান।
Leave a Reply