সাভার প্রতিনিধিঃ সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির উদ্যেগে সাভার পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের মধ্য গেন্ডায় সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আয়োজনে জামিয়া ইসলামীয়া মিফতাহুল উলুম মাদ্রাসা ও এতিমখানার দুই শতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে শীত বস্র বিতরণ করা হয়েছে। শ্রক্রবার সকালে এতিম শিক্ষার্থী,পথ শিশু, প্রবীণ, প্রতিবন্ধীদের মাঝে এ শীত বস্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাদরাসার প্রিন্সিপাল ও সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিনিয়র স্টাফ রিপোর্টার নাজমুল হুদা, সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আরটিভির স্টাফ রিপোর্টার জিয়ারউর রহমান জিয়া, বিটিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা, বাংলাভিশন টেলিভিশন সিনিয়ার রিপোর্টার নজমুল হুদা শাহীন, এটিএন বাংলার সাভার প্রতিনিধি শেখ বাসার জিটিভি”র সাভার প্রতিনিধি আজিম উদ্দিন, দীপ্ত টেলিভিশন সাভার প্রতিনিধি এমএ হালিম, একুশে টেলিভিশন সাভার প্রতিনিধি কামরুজ্জামান, গ্লোবাল টেলিভিশনের সাভার প্রতিনিধি তোফায়েল হোসেন সানি, মাছরাঙ্গা টেলিভিশন সাভার প্রতিনিধি সৈয়দ হাসিব, এখন টেলিভিশন ও দৈনিক কালবেলা পত্রিকার সাভার প্রতিনিধি মোঃ হুমায়ন কবির, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেলসহ কার্যকরী কমিটির সকল সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ ।
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব এসময় বলেন-তীব্র শীতে জনজীবন বিপর্যয়ের মধ্যে পড়েছে। শীতের এই দাপটে অসহায়, এতিম ও ছিন্নমূল মানুষের জন্য শান্তিতে বসবাস অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সরকার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে সমাজের শীতার্ত মানুষকে সহযোগিতা করার। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে গিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।
সাভার টেলিভিশন রির্পোটাস ইউনিটি সভাপতি সাংবাদিক নাজমুল হুদা বলেন, মাদ্রাসার এতিম শিশু,পথ শিশু, প্রবীণ, প্রতিবন্ধী, অসহায় নারী পুরুষের মাঝে দুই শতাধীক শীতবস্র বিতরণ করা হয়েছে। এ ধরনের কর্মসুচি বাস্তবায়নের মাধ্যমে সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি সামনে এগিয়ে যাবে বলে আমি মনে করি।
Leave a Reply