হুমায়ুন কবির:
আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে প্রতি বছরের ন্যায় সাভার পৌরসভার কোরবানির পশুর হাটের ইজারা দিতে দরপত্র আহ্বান করে পৌর প্রশাসন। সর্বোচ্চ দরদাতা হিসেবে এ বছরের পশুর হাটের ইজারা লাভ করেছেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাজু।
তিনি ১ কোটি ৬ লক্ষ টাকায় ইজারাটি লাভ করেন বলে নিশ্চিত করেছে সাভার পৌরসভা সূত্র।
ইজারা চূড়ান্ত হওয়ার পর থেকেই শুরু হয়েছে পশুর হাট পরিচালনার প্রস্তুতি। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপদ, সুশৃঙ্খল এবং স্বাচ্ছন্দ্যময় হাট পরিবেশ নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। থাকবে প্রশাসনিক নিরাপত্তা, স্বেচ্ছাসেবক টিম, সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি এবং দুর-দুরান্ত থেকে আসা ব্যবসায়ীদের জন্য পর্যাপ্ত থাকার ও খাওয়ার সুব্যবস্থা।
এ বিষয়ে হাটের ইজারাদার আতিকুর রহমান রাজু কালবেলাকে বলেন, “আমি চেষ্টা করব যাতে ক্রেতারা নির্বিঘ্নে পশু ক্রয় করতে পারেন এবং বিক্রেতারাও যেন নিশ্চিন্তে পশু বিক্রি করতে পারেন। এজন্য সর্বোচ্চ নিরাপত্তা ও সেবার নিশ্চয়তা দিতে আমরা প্রস্তুত।”
তিনি আরও জানান, “দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা যাতে সাভারের এই হাটে এসে পশু বিক্রি করেন এবং ক্রেতারা যেন নিশ্চিন্ত মনে কোরবানির পশু কিনতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
সাভার পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিতব্য এই পশুর হাটে এবারও প্রচুর পশু আমদানি হবে বলে আশা করা যাচ্ছে।
Leave a Reply