নিজস্ব প্রতিবেদক,সাভার
আসন্ন ইনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের দিন রাত প্রচারণায় মুখরিত সাভারের প্রতিটা পাড়া-মহল্লা। ভোরের সূর্য উঁকি মারার সাথে সাথেই ভোট চেয়ে নিজেদের বিজয় নিশ্চিত করতে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। মধ্যরাতেও প্রার্থীদের আনাগোনায় নীরবতা ভাঙ্গে রাতের। উৎসব মুখর পরিবেশে চলছে প্রচারণা। ছোটখাটো কিছু অপ্রত্যাশিত ও অপ্রীতিকর ঘটনা বাদ দিলে বেশ শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এমনটি বলাই যায়। চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ; সবাই দাপিয়ে বেড়াচ্ছে সাভারের প্রতিটি জনপদ। দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত নির্বাচনী প্রচারণার সময় বেধে দিলেও কোন কোন প্রার্থীকে এ নিয়ম ভাঙতেও দেখা গেছে। সাভারের ইউপি নির্বাচনে তরুণ প্রার্থীদের অংশ গ্রহণ রয়েছে চোখে পড়ার মতো।
এদিকে ৫-নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মেহেদী হাসান নির্বাচন করছেন ফুটবল প্রতিক নিয়ে। তরুণ প্রার্থীদের মধ্যে ছাত্র লীগ নেতা মেহেদী হাসান সর্বকনিষ্ঠ। এই ছাত্র নেতা প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন- তিনি নির্বাচিত হলে ৫ নং ওয়ার্ল্ড বাসীসহ গোটা সাভারের উন্নয়নে নিঃসার্থভাবে কাজ করে যাবেন। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা এই ছাত্র নেতার দাবি তার সমর্থিত সরকারের আমলে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যহত রাখতে হলে তার দল ও তাকে ভোট দিয়ে নির্বাচিত করার কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন।
Leave a Reply