মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের বিরুদ্ধে ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠানো ও অনৈতিক সম্পর্কে জড়াতে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। সম্প্রতি তার বিভিন্ন মেসেঞ্জার কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলোতে দেখা যায়, অধ্যক্ষ ছাত্রীদের ওড়না ছাড়া ছবি চেয়েছেন, আবার কারও সৌন্দর্যের প্রশংসা করে ব্যক্তিগতভাবে দেখা করার প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে জানিয়েছেন, অধ্যক্ষ প্রায়ই তাদের ব্যক্তিগতভাবে মেসেজ পাঠাতেন এবং অনৈতিক আবদার করতেন।
এক শিক্ষার্থী জানান, এ ধরনের প্রস্তাবে সাড়া না দিলে সাংস্কৃতিক কার্যক্রম থেকে বাদ দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। অন্য এক শিক্ষার্থী বলেন, ফেসবুকে ছবি পোস্ট করলে অধ্যক্ষ অশ্লীল মন্তব্য করতেন।
অভিভাবকরাও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এক অভিভাবক বলেন, “একজন শিক্ষকের মানসিকতা এতটা নোংরা হলে কিভাবে মেয়েদের ক্লাসে পাঠাবো? অবিলম্বে তাকে বহিষ্কার করতে হবে।”
তবে অভিযোগের বিষয়ে অধ্যক্ষ সামসুল হকের বক্তব্য পাওয়া যায়নি। তার ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি।
শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Leave a Reply