পলাশ শীল: প্রচন্ড শীতে যখন জনজীবন অতিষ্ঠ, হতদরিদ্র মানুষগুলো যখন একটু শীত নিবারণের জন্য বস্ত্রের অভাবে কষ্টে সময় পার করছিলেন ঠিক তখনি মানবতা ও মানবিকতার সাক্ষর রাখলেন জেলা প্রশাসক। । সকালে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী রামকৃষ্ণ সেবাশ্রমে সকালে রূপম ঘোষের সঞ্চালনায় ডাঃ সুনীল কার্ন্তি ভট্টাচার্যের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু।
উদ্ভোধক ছিলেন দেবাশীষ বিশ্বাস।
প্রধান আলোচক ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রম সাধারণ সম্পাদক দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী,
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, আহসান ফারুক, সাধন সুশীল, সাদমনের মানুষ নেপাল সরকার, বাংলা টিভি ওমান প্রতিনিধি সাংবাদিক পলাশ শীল, মিল্টন দাশ,মিলন বড়ুয়া, সনজিত চক্রবর্তী প্রবীন দাশ সুমন বিকাশ দাশ প্রমুখ।
এসময় শতাধিক গরিব অসহায় হতদরিদ্র অনাথদের মাঝে চট্টগ্রাম জেলা প্রশাসক প্রদত্ত কম্বল বিতরণ করা হয়।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা আহ্বান জানান যারা বিত্তশালী আছে যে যার অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর।
Leave a Reply