1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
জমে উঠেছে রাতোয়াল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আত্রাই লটারির টাকা আত্মসাৎ করায় বিএনপির ৩ নেতাকর্মী শোকজ,প্রতারক পাপ্পু কোথায়? আত্রাই পৌষসংক্রান্তি মেলায় লটারির টিকিট বিক্রি করে “ড্র” না দিয়ে ২০ লক্ষ টাকা নিয়ে উধাও বিএনপি নেতা রাণীনগর চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা ইমরান বহিষ্কার পাইকগাছায় জলমহালে হামলা মামলায় সাবেক বিএনপি নেতা ডাবলুর ভাই কারাগারে রাণীনগর প্রবাসীকে পিটিয়ে যুবদল নেতার ২ লক্ষ টাকা চাঁদা আদায় নিত্যপণ্যের দাম কমানোর দাবী জানিয়ে আশুলিয়ায় সমাবেশ আইএফআইসি ব্যাংক বসুন্ধরা শাখার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ আশুলিয়ায় চাঁদা না পেয়ে চা দোকানীকে গুলি, গ্রেপ্তার -০৩ আত্রাই আ.লীগের নেতাকর্মীদের নিয়ে তারুণ্য উৎসব কর্মশালা পালন করলো ”ইউএনও”

অন্য দলের চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিএনপিতে ঠাঁই হবেনা, সালাউদ্দিন বাবু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

আসিফ খান সাভার ও ধামরাই (ঢাকা) প্রতিনিধি,
গত ১৫ বছর যারা চাঁদাবাজি সন্ত্রাসী করে জনগনের উপর অত্যাচার করেছে। আমাদের দলে তাদের ঠাঁই হবেনা বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সাভারের নয়ারহাট এলাকায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা করেন।

এসময় সাবেক এই সংসদ সদস্য বলেন, অনেককেই দেখতেছি অন্য দলের এসব চাঁদাবাজ সন্ত্রাসীদের নিয়ে ঘোরাফেরা করছে। আমি বলে দিতে চাই তারা এদের রক্ষা করতে করতে পারবেনা। একটু সবুর করেন তাদের ধরে যখন উত্তম-মধ্যম দেয়া হবে তখন কেও তাদের রক্ষা করতে পারবেনা এ ব্যাপারে আমাদের দল থেকে স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে। যাদের নামে অভিযোগ আছে যারা জনগণকে ভোগান্তি দিয়েছে কষ্ট দিয়েছে, যাদের কারণে আমাদের নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারে নাই এলাকা ছেড়ে পালিয়ে ছিল। তারা আস্তে আস্তে আমাদের সাথে মিশে যাবে আর আমাদের কোন নেতা তাকে শেল্টার দিবে এটা কোনভাবেই করতে দেয়া হবে না। আমার নেতৃত্বে সাভারে এগুলা বন্ধ করা হবে আমি দুই মাস সময় নিলাম এদেরকে কিভাবে প্রতিহত করতে হয় এটা আমরা জানি এসব দুষ্ট লোকদের, চাঁদাবাজদের আমাদের দলে ঠাঁই দেয়া হবে না।

তিনি আরো বলেন, আমি আগেও একাধিকবার নির্বাচন করেছি আল্লাহ যদি সুযোগ দেন তাহলে আবারও জনগণের ম্যান্ডেট নিয়ে আপনাদের খেদমত করার জন্য পাশে থাকতে চাই। এবং আমাদের উপর দল থেকে নির্দেশ দিয়েছে এমন কাজ করতে হবে যাতে জনগণের ভোগান্তি, জনগণের কষ্ট আর না হয়। এই জনগণ অনেক বছর কষ্ট করছে এই দেশ স্বাধীন হয়েছে এসব চাঁদাবাজি ও সন্ত্রাসীর জন্য নয়। আজকে ১৫/১৬ বছর পরে এই এলাকায় আবারও আসতে পেরেছি। এখানে আমাদের মঞ্চে যেসব নেতাকর্মী বসে আছেন এমন একজনও বাকি নেই যার নামে মামলা হয়নি এবং একাধিক বার জেল খাটেনি। আমার নামেও এখনো ৫৩ টি মামলা রয়েছে আমিও তিনবার জেল খেটেছি। এখন দেশে একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে আমাদের সকলের উচিত এই সরকারকে সহযোগিতা করা। আর এই সরকারটি এমন সময় এসেছে তারা যদি কিছু সংস্কার না করে যায় তাহলে ভোটের মাধ্যমে নতুন একটি সরকার এসে দেশ চালাতেও পারবেনা। এবং যারা ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার সাথে জড়িত এই সরকার তাদের শাস্তি দিয়ে যাক আমি এটা চাই। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন মামলার বন্যা বয়ে গিয়েছে। শেখ হাসিনার নামেও ২শ’য়ের বেশি মামলা হয়ে গেছে এই মামলা সারা বছরই চলবে ডিসেম্বর পর্যন্ত মামলার সংখ্যা ১ হাজার হবে। যারা এতদিন জনগণের উপর অত্যাচার করেছে জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হওয়া দরকার যাতে ভবিষ্যতে এমন অন্যায় জুলুম করার আগে মানুষ অনেক কিছু ভাবে এবং উপলব্ধি করে।

এসময় বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দূর্গা উৎসব উদযাপন উপলক্ষে আমরা আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে নেতাকর্মীদের সাথে আলোচনা করে কমিটি গঠন করেছি। যাতে এই উৎসবকে কেন্দ্র করে কেউ কোন অরাজকতা সৃষ্টি করতে না পারে। কিছুদিনের মধ্যে উপজেলা পরিষদে আইন-শৃঙ্খলার মিটিং হবে সেখানে পূজা কমিটির সদস্যরা থাকবে। আমার সঙ্গে ইতিমধ্যে প্রশাসনের কথা হয়েছে আমি ওসি সাহেবকে বলেছি প্রত্যেক ইউনিয়নের জন্য একজন করে অফিসার নিয়োগ করে দিতে এবং তার মোবাইল নাম্বার আপনাদের কাছে থাকবে। আপনারা যেকোনো সময় কল করতে পারবেন উনারা সবসময় আপনাদের আশেপাশে থাকবে যখনই ডাকবেন তখনই পাশে পাবেন। এছাড়া আমার ব্যক্তিগত মোবাইল নাম্বার আপনাদের কাছে দিয়ে যাব আপনারা যেকোন প্রয়োজনে আমাকে সরাসরি কল করে করলে আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবো।

উক্ত মতবিনিময় সভায় জুলাই গণঅভ্যুত্থানে সাভারে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো শহীদ শ্রাবণ গাজী ও মোহাম্মদ সিয়ামের পরিবারকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর খোরশেদ আলম, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুস সোবহান ও পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমানসহ স্থানীয় ও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :