মো.শিফাত মাহমুদ ফাহিৃ,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলার প্রায় ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে উঠেছে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।ভিজিএফ’র চাউল বিতরণের নাম করে গরীব অসহায় মানুষদের কাছ থেকে তারা হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।আর এসব টাকা সংগ্রহ ও ভাগবাটোয়ারা হয় ইউএনও অফিসে এমন অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে অনুসন্ধান নামলে ঘটনার সত্যতা মিলে।এই অবৈধ কাজের সাথে শুধু ইউপি চেয়ারম্যান আর মেম্বার’রাই জড়িত নয়।জড়িত রয়েছেন আত্রাই উপজেলার বার বার আলোচিত সমালোচিত নির্বাহী অফিসার কামাল উদ্দিন নিজেও।জানা যায় উপজেলা নির্বাহী অফিসার কে ম্যানেজ করে তার অনুমতিক্রমে গরীব অসহায় মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে,এমন কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউপি সদস্য।
আজ (২১মে ২০২৫), রোজ বুধবার সকাল ০৮ ঘটিকা থেকে উপজেলার ০৫ নং বিশা ইউনিয়ন পরিষদে গরীব অসহায় মানুষদের মাঝে সরকারি বরাদ্দকৃত ভিজিএফ’র চাউল বিতরণ কর্মসূচী শুরু হয়।সেখানে উপস্থিত চাউল গ্রহীতাদের সাথে কথা বলে জানা যায়
,তাদের সকলের কাছ থেকে এক হাজার করে টাকা হাতিয়ে নিয়েছে ০৪নং ওয়ার্ডের সদস্য মো. মিন্টু সহ আরও অনেক ইউপি সদস্য।
বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দিয়েছে এলাকার সাধারণ জনসাধারণের মাঝে।এ বিষয় নিয়ে ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা ও উপজেলা নির্বাহী অফিসার কামাল উদ্দিনের সাথে কথা বলার জন্য তাদের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তারা কল রিসিভ হয়নি।
সেই সাথে একই অভিযোগ উঠেছে উপজেলার ০২ নং ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিমুদ্দিনের বিরুদ্ধে।তিনি গতকাল (২০মে) জনগণের তোপের মুখে পড়ে অনেক কয়েকজন ভুক্তভোগীকে টাকা ফেরত দিতে বাধ্য হয়।
উক্ত বিষয়টি নিয়ে নওগাঁ জেলা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলা হলে তিনি বলেন, ভিজিএফ এর চাউল বিনামূল্যে গরিব অসহায় মানুষদের মাঝে বিতরণ করার জন্য সরকার দিয়ে থাকে। যদি কেউ এই চাউল বিতরণের নাম করে গরিব অসহায় মানুষদের কাছ থেকে আর্থিক সুবিধা তথা টাকা পয়সা হাতিয়ে নিয়ে থাকে তবে তা কঠিন অপরাধমূলক একটি কাজ।
এসব অভিযোগের যদি আমরা সত্যতা পাই তাহলে তথ্য প্রমাণ ও তদন্তের ভিত্তিতে অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply