1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
পাইকগাছায় জলমহালে হামলা মামলায় সাবেক বিএনপি নেতা ডাবলুর ভাই কারাগারে রাণীনগর প্রবাসীকে পিটিয়ে যুবদল নেতার ২ লক্ষ টাকা চাঁদা আদায় নিত্যপণ্যের দাম কমানোর দাবী জানিয়ে আশুলিয়ায় সমাবেশ আইএফআইসি ব্যাংক বসুন্ধরা শাখার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ আশুলিয়ায় চাঁদা না পেয়ে চা দোকানীকে গুলি, গ্রেপ্তার -০৩ আত্রাই আ.লীগের নেতাকর্মীদের নিয়ে তারুণ্য উৎসব কর্মশালা পালন করলো ”ইউএনও” চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীকে গুলি করলেন যুবলীগ নেতা সাভার সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স সহ দুটি বাসে আগুন নিহত-০৪ কক্সবাজারে নিখোঁজের পর এক শিশুর মরদেহ উদ্ধার জাবিতে লাল-সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আশুলিয়ায় গার্মেন্টস শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত থাকায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৮

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শিল্পাঞ্চলে শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ৮ জন-কে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। এসময় তিনি বলেন,আইনশৃঙ্খলা বাহিনীসহ যৌথ বাহিনীর ওপর শ্রমিক লেলিয়ে দিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। তিনি আরও বলেন,উসকানিদাতা এবং নেতৃত্ব প্রদানকারী দের কঠোর হস্তে দমন করে আইনের আওতায় আনার জন্য পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে গতকাল সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫জন ও নিয়মিত মামলায় ৩জনসহ মোট ৮জনকে আকট করা হয়েছে।

আটককৃত আসামিরা হলো (১) দেওয়ান আব্দুল হাই (৫২),পিতা মৃত-হাজী তরফ আলী দেওয়ান,গ্রাম -সুবন্ধী,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা। (২) রনি (২৭), পিতা-মোহাম্মদ তুলা মিয়া,গ্রাম-সুতি পাটলপাড়া, থানা-গোপালপুর,জেলা-টাঙ্গাইল।(৩) মোঃ জাহিদুল ইসলাম (২৪), পিতা মোঃ মোস্তালী,গ্রাম-জুরাই পশ্চিমপাড়া,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা।(৪) শাহাপরান (৩৩),পিতা-মোঃ আঃ রশিদ,গ্রাম-পিলগিড়ি গাজিবাড়ী,থানা-বড়ুরা,জেলা-কুমিল্লা।(৫) মোঃ রাব্বি মিয়া (২৫),পিতা মোঃ রেমিম মিয়া,গ্রাম-নবগ্রাম, থানা- নাগরপুর,জেলা-টাঙ্গাইল।(৬) মোঃ মিজানুর রহমান (৩৮),পিতা-সাইদুল,গ্রাম-গুপ্তমানিক,থানা-শিবগঞ্জ, জেলা চাঁপাইনবাবগঞ্জ। বর্তমান ঠিকানা (ধলপুর সাদেকের বাড়ীর ভাড়াটিয়া) থানা-আশুলিয়া, জেলা-ঢাকা। (৭) জাহিদুল (৩৮),পিতা-মৃত আরশেদ আলী,গ্রাম (আমনুরা জংশন),থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর,জেলা-চাঁপাইনবাবগঞ্জ। বর্তমান ঠিকানা (গাজীরচট নাসিরের বাড়ীর ভাড়াটিয়া),থানা- আশুলিয়া,জেলা-ঢাকা। (৮) মোঃ শুক্কুর আলী (৪০),পিতা-আব্দুল হালিম,গ্রাম-দক্ষিন গাজীরচট থানা-আশুলিয়া,জেলা-ঢাকা।

উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক এর কাছে জানতে চাইলে প্রতিদিনের কাগজ-কে তিনি বলেন,শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় গার্মেন্টস শিল্প অস্থিতিশীল করার জন্য একটি গ্রুপ পাঁয়তারা করছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী এই গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে তারা বিভিন্ন ভাবে শ্রমিকদের উসকানি দিয়ে গার্মেন্টস ভাঙচুর,রাস্তা ব্যারিকেট দিয়ে গাড়ি ভাঙচুরসহ গাড়ি পুড়িয়ে অপূরণীয় ক্ষতি করে আসছে।তাহারি ধারাবাহিকতায় পুলিশসহ যৌথবাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে,এছাড়া আটক আসামিদের জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি পুলিশ ও যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :