মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন আশুলিয়া থানার পুলিশ। এতে রবিউল নামের পুলিশের এক উপ-পরিদর্শকসহ চারজন আহত হয়েছে। এ ঘটনার জড়িত থাকার অভিযোগে ১৫ জন আটক করেছে পুলিশ।
শনিবার সকালে গ্রেফতারকৃত আসামিদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এরআগে শুক্রবার ২০ ডিসেম্বর, রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার সোনামিয়া মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানান, আশুলিয়ার পূর্ব নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকার রাকিব ভূঁইয়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় রাকিব চিৎকার করলে তার স্বজনরা পুলিশের উপর হামলা চালিয়ে রাকিবকে ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে এসআই রবিউলকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। সে সঙ্গে ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করেন। সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply