রাজু দত্ত, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে সদ্য যোগদান করেছেন জনাব সিফাত উদ্দিন।
সিফাত উদ্দিন ৩৪তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। কমলগঞ্জে যোগদানের আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন।
আজ ৯ মে সোমবার কমলগঞ্জের বিদায়ী ইউএনও আশেকুল হক এর কাছথেকে দায়িত্ব বুঝে নিচ্ছেন নতুন যোগদান করা ইউএনও মোঃ সিফাত উদ্দিন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার উপস্থিত ছিলেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে সবাইকে নিয়ে কাজ করবো। কমলগঞ্জ উপজেলা প্রশাসকে জনবান্ধব হিসেবে গড়ে তুলবো। এছাড়া আমার সর্বোচ্চটা দিয়ে এ উপজেলার মানুষের পাশে থাকবো বলেন তিনি।
Leave a Reply