বিশেষ প্রতিনিধি :গাজীপুর জেলার কোনাবাড়ী মেট্রো থানাধীন ১০ নং ওয়ার্ডে পশ্চিম মেঘলাল এলাকায় গত ১০ নভেম্বর ২০২৩ ইং, সন্ধ্যা বেলায় অত্র এলাকার মোঃ সাইফুল ইসলাম (২৭), (প্রিন্সিপাল তাজফিজুল কুরান মাদ্রাসা ও এতিমখানা) এর সাথে ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করো
ঐ এলাকায় মোঃ রাসেল মাহমুদ জয়সহ কিছু পোলাপাইনদের কথা-কাটাকাটি হয়।
এ নিয়ে রাগ ক্ষোভে তিনি (সাইফুল) সাংবাদিকদের কিছু উল্টোপাল্টা কথাবার্তা বলেন সংবাদ প্রকাশ করার জন্য। পরবর্তীতে এ নিয়ে সংবাদ প্রকাশ হলে স্থানীয় মাথা মুরব্বিরা বসে তাদের দুই পক্ষেকে মিলিয়ে দেয়।
সেই সাথে তাদের দু পক্ষের মাঝে পরবর্তীতে আর যেন কোন ধরনের খারাপ সম্পর্ক না হয় সেই কথা ও বলে দেন উক্ত বৈঠক থেকে।
এ বিষয়ে একজন বলেন তাদের মাঝে ছোট্ট একটি বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছিলো আমরা বসে তার শান্তিপূর্ণ একটি সুষ্ঠু সমাধান করে দিয়েছি।কারন আমরা একই এলাকার মানুষ, একই জায়গায় বসবাস করি এখানে খারাপ সম্পর্কে একজনের সাথে আরেক জনের থাকলে খারাপ দেখায় ।
উক্ত শান্তিপূর্ণ সমাধানে দুই পক্ষ খুশি এবং তাদের মাঝে আর কখনো কোন ঝামেলা হবে না বলে জানান দুই পক্ষ।
Leave a Reply