এইচ এম সৌরভঃ গাজীপুর জেলার মধ্যে জানুয়ারি মাসে শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) হলেন কালিয়াকৈর থানার আকবর আলী খান।
সোমবার (৭ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ্ বিপিএম-সেবা, তাকে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন।
পুলিশ সুপার বলেন, ওসি আকবর আলী খান গত ১লা জানুয়ারি কালিয়াকৈর থানায় যোগদানের পর হইতে তার সামগ্রীক কর্মতৎপরতায় জেলার মধ্যে ওসি ইনচার্জ হিসেবে শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে আশা করি। পাশাপাশি কালিয়াকৈরের জনগণ আরও ভালো সেবা পাবে।
এ প্রসঙ্গে ওসি আকবর আলী খান বলেন, এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। এছাড়াও পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
Leave a Reply