নিজস্ব প্রতিবেদক:জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের নবনিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম ও ৪ সদস্য।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পৌছান নবনিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। এসময় বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের নবনিযুক্ত অন্য চারজন বিজ্ঞ সদস্য ড. নূরুল কাদির, ডা. মো. আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্যাহ, ড. মো. নাজমুল আমীন মজুমদার।
নবনিয়োগপ্রাপ্ত ৪ সদস্যসহ চেয়ারম্যান মুক্তিযুদ্ধের বীর শহীদদের সমাধীতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এসময় গনমাধ্যমকে চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, আমরা পিএসসি পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব দিয় দেখছি। আলোচনা চলছে। শিঘ্রই কিছু সিদ্ধান্ত নেয়া হবে।
স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা শেষে বেলা সাড়ে ১১টার দিকে তারা স্মৃতিসৌধ ত্যাগ করেন।
Leave a Reply