সাভার(ঢাকা) প্রতিনিধি :
আশুলিয়ার আউকপাড়ার আনার কলি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১০ জন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতরা সবাই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। জানা যায় আউকপাড়ার আনার কলি এলাকার জিনথাই এ্যাপারেলস লিঃ এর জোট ব্যবসাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় ওই কারখানায় জুট বের করা নিয়ে হাকিম ও আমিনুল আলম বাবুলের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাদে, এ সময় সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় আশুলিয়া থানায় দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে । পুলিশ বলছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
হামলায় আহত ভুক্তভোগী আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল হাকিম(৪৭) বলেন,আশুলিয়ার আউকপাড়ার আনার কলি এলাকার জিনথাই এ্যাপারেলস লিঃ এর এডমিন অফিসার ইকবাল হোসেন ফোন করে জানান আমাকে জুট না দেয়ার জন্য তাকে আমিনুল আলম গ্রুপ ফোনে হুমকি ধমকি দিচ্ছেন। বিষয়টি জানার জন্যে আমি ফ্যাক্টরির সামনে পৌছা মাত্রই আমিনুল আলম গ্রুপ আমি এবং আমার ছেলের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আকস্মিক হামলা করে। হামলার ঘটনায় আমি এবং আমার ছেলে গুরুতর আহত হই। আমার উপর হামলাকারীরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যে কারো উপর হাত তুলতে দ্বিধা করে না। আমি এই সন্ত্রাসী হামলার বিচার চাই। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও তারা আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদের সাথে মিলে অনেক অত্যাচার করছে। তারা এখন ভোল পাল্টে বিএনপি সেজে বিএনপির নাম খারাপ করার চেষ্টা করছে।
আব্দুল হাকিম এর ছেলে নীরব বলেন, তারা জঘন্য লোক। বিএনপি’র নামে তারা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করে এবং আওয়ামী লীগের লোকদের সাথে নিয়ে এলাকায় ত্রাশের রাজত্ব কায়েম করে। তারা আমার বাবার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে এমন খবরে বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে সন্ত্রাসীরা আমাকেও কুপিয়ে জখম করে।
আশুলিয়া থানা যুবদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, দেখুন দীর্ঘ ১৬ বছর বিভিন্ন মামলা হামলা জেল-জুলুমের স্বীকার হয়েছি। এখন পরিবর্তিত পরিস্থিতিতে এসেও নির্বিচারে হামলা শিকার হয়েছি। আমার নেতা সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশনা রয়েছে স্থানীয়ভাবে কোন গার্মেন্টস ফ্যাক্টরিতে যাতে কোন রকম ঝামেলা না হয়। সে অনুযায়ী আমি এলাকার গার্মেন্টস ফ্যাক্টরি গুলোর মধ্যে কোন সমস্যা রয়েছে কিনা খোঁজ খবর রাখি। যদি কোথাও কোন অসঙ্গতি মনে হয় তাহলে নিজ উদ্যোগে চেষ্টা করি সেগুলো সমাধানের। এটা কি আমার অন্যায় ? বিনা কারণে আমার উপর হামলার বিচার চাই আমি।
অভিযুক্তরা হলেন,উত্তর কলমা এলাকার মোঃ আমিনুল ইসলাম আমিন(৩৭)মোঃ আলম মিয়া(৪০),মোঃ মহসিন (২৬), কলমা এলাকার মোঃ বাবুল (২৭), আউকপাড়া এলাকার মোঃ মেহদী হাসান(২৭) সহ অজ্ঞাত আরো বেশ কয়েকজন।
আশুলিয়া থানার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা সেচ্ছাসেবক দল নেতা আব্দুল হাকিম ও তার ছেলে নিরব সহ কয়েক জনকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। সাথে থাকা আনুমানিক চল্লিশ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply