রাউফুর রহমান পরাগ : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ছাড়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। এছাড়াও তিনি দ্রুত সংস্কার শেষে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবী জানান। মোহাম্মদ আইয়ুব খান আজ গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমানে দেশের এই ক্লান্তি লগ্নে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ। সেজন্য বিএনপির সকল নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে এবং জনাব তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে সাধারণ জনগণকে অবগত করার আহ্বান জানান। এ সময় ঢাকা জেলা যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply