মো: শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি: দীর্ঘদিন সময় পর মালয়েশিয়া থেকে নিজ মাতৃভূমি বাংলাদেশে ফিরেছেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও আলোচক মিজানুর রহমান আজহারী। নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে তিনি নিজেই দেশে ফেরার বলে বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (২ অক্টোবর) বিকালে তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে এই পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন।দোয়ার নিবেদন।
এর আগে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর গত ০৬ আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে ২৪ মিনিটের ভিডিওটির এক পর্যায়ে মিজানুর রহমান বলেছিলেন, অনেকেই জানতে চেয়েছেন আমি কবে দেশে আসবো। তাদের উদ্দেশে বলতে চাই খুব শীঘ্রই দেশে ফিরছি।
সেই ঘোষণা মোতাবেক আজ দেশে ফিরেছেন আজহারী। এতোদিন তিনি মালয়েশিয়া অবস্থান করলেও বিভিন্ন দেশে ইসলামিক কনফারেন্সে যোগ দেন এবং আলোচনা রাখেন।তিনি দেশে ফেরায় বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উনাকে অভিনন্দন জানিয়ে নিজ নিজ ফেসবুক একাউন্টে পোস্ট দিচ্ছেন উনার ভক্তরা।
Leave a Reply