1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় ক্যান্সার রোগীকে বাঁচাতে চ্যারিটি কনসার্ট জমে উঠেছে রাতোয়াল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আত্রাই লটারির টাকা আত্মসাৎ করায় বিএনপির ৩ নেতাকর্মী শোকজ,প্রতারক পাপ্পু কোথায়? আত্রাই পৌষসংক্রান্তি মেলায় লটারির টিকিট বিক্রি করে “ড্র” না দিয়ে ২০ লক্ষ টাকা নিয়ে উধাও বিএনপি নেতা রাণীনগর চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা ইমরান বহিষ্কার পাইকগাছায় জলমহালে হামলা মামলায় সাবেক বিএনপি নেতা ডাবলুর ভাই কারাগারে রাণীনগর প্রবাসীকে পিটিয়ে যুবদল নেতার ২ লক্ষ টাকা চাঁদা আদায় নিত্যপণ্যের দাম কমানোর দাবী জানিয়ে আশুলিয়ায় সমাবেশ আইএফআইসি ব্যাংক বসুন্ধরা শাখার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ আশুলিয়ায় চাঁদা না পেয়ে চা দোকানীকে গুলি, গ্রেপ্তার -০৩

দুর্নীতির অভয়ারণ্য শ্রীধরগুড়নই দাখিল মাদ্রাসা,সরকারী অনুদান হরিলুট

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০২৪

মোঃ সোহেল রানা (নওগাঁ) জেলা প্রতিনিধি :আত্রাই উপজেলার শ্রীধরগুড়নই দাখিল মাদ্রাসা এখন দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়েছে।শিক্ষক ও ম্যানেজিং কমিটির লাগামহীন দুর্নীতিতে প্রতিষ্ঠানটি ঐতিহ্য হারাতে বসেছে।প্রতিষ্ঠানটির অনুদানে পাওয়া কয়েকটি পুকুর ও ফসলি জমি থাকার পরেও প্রতিষ্ঠানের কোন উন্নয়ন সঠিকভাবে হয় না,অভিযোগ এলাকাবাসীর সহ সচেতন মহলের সকলের।

এমনকি সরকারি বরাদ্দকৃত অনুদান ও সঠিকভাবে ব্যবহার হয় না।অনুদানের অর্থে নয়ছয় কাজ করে অবশিষ্ট টাকা মাদ্রাসার সভাপতি ও সুপারসহ লুটপাট করে খায়।

এমন কি গরীব অসহায় শিক্ষার্থীদের জন্য সরকারী বরাদ্দকৃত অনুদান ও সঠিকভাবে বন্টন করা হয় না।সেই সাথে অভিভাবকদের অনেকেরই অভিযোগ শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান ও ঠিকমতো করে না।এসব কারন সহ অসংখ্য কারন থাকায় প্রতিষ্ঠানটিতে নতুন বিল্ডিং হলেও শিক্ষার্থীর সংখ্যা খুবই শোচনীয়।

খোঁজ নিয়ে জানা যায় শিক্ষকদের মধ্যে কেউ কেউ দিনের পর দিন প্রতিষ্ঠানে না এসে শুধু হাজিরা খাতায় সাক্ষর (সই) করে সরকারী কোষাগার থেকে বেতন-ভাতা উত্তোলন করে। এসব বিষয় সম্পর্কে প্রতিষ্ঠানটির বর্তমান সভাপতি মোঃ আক্তার হোসেন এর কাছে জানতে চাইলে তিনি দায়িত্ব জ্ঞানহীন ভাবে বলেন,আমি বেশি কিছু বুঝিনা মাদ্রাসার সুপার সব জানেন।

তাকে প্রশ্ন করা হলে; আপনি যদি কিছু না বুঝে থাকেন না জেল থাকেন তাহলে সভাপতি’র মত গুরুত্বপূর্ণ দায়িত্বের পদে আছেন কেন? উনি কোন প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেননি। প্রতিষ্ঠানটির সার্বিক দুর্নীতির তথ্য প্রমাণ হাতে নিয়ে ভারপ্রাপ্ত সুপার মোঃ শফিকুল ইসলাম কে প্রশ্ন করা হলে; উনি ও দায়সারা উত্তর দেন। অভিভাবক, গ্রামবাসী ও সচেতন মহলের দাবি এভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না।সকল শ্রেণী পেশার মানুষের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে তাদের লাগামহীন দুর্নীতির হাত থেকে প্রতিষ্ঠানটিকে রক্ষা করা হোক।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :