নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক মন্ত্রী-এমপি-আমলা ও দলটির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে হত্যা-সহিংসতা, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে প্রায় প্রতিদিনই মামলা দায়ের করা হচ্ছে আদালত ও থানায়। এরই ধারাবাহিকতায় গত (০৮ সেপ্টেম্বর ২৪) আন্তর্জাতিক ট্রাইবুনাল আইন, ১৯৭৩ এর-৩ (২) ও ৪ (১) এবং ৪ (২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী মতো কাজে জড়িত থাকায় শেখ হাসিনাকে প্রধান আসামী করে আরও একটি হত্যা মামলা (৭৩২) দায়ের করা হয়েছে।
এ মামলায় আসামি করা হয় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ ৪০ জনকে।
তাদের মাঝে আসামীর তালিকায় রয়েছে কিশোর গ্যাং এর গডফাদার সাবের আহমেদ সজীব,সাংগঠনিক সম্পাদক কাশিমপুর থানা ছাত্রলীগ।
মামলায় এজাহার সূত্রে জানা যায়, শহীদ সাজ্জাদ হোসেন সজল এর মাতা মোছাঃ শাহীনা বেগম বাদি হয়ে উক্ত মামলাটি আদালতে দায়ের করেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী ললীগ সরকারের। ওই দিন সকাল ৪ টার দিকে বাইপাইলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান সজল।
জানাযায় বিজয় উল্লাসরত্ব ছাত্রজনতার উপর পুলিশের সাথে সম্মুখী সারিতে থেকে আগ্নেয় অস্ত্র হাতে গুলি চালায় সাবের আহমেদ সজীব।এতে সজল সহ অনেকেই শাহাদাৎ বরণ করেন।সেই সাথে পুলিশের সাথে থেকে ছাত্রজনতার লাশ আগুনে পুড়িয়ে দিতে সহযোগীতা করে ছাত্রলীগ নেতা সজীব।
পর্ব-০১
Leave a Reply