মোঃ সোহেল রানা জেলা (নওগাঁ) প্রতিনিধি:পজিটিভ হেলথ এডুকেশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশন (ফিলাফ)রেজিঃ:এস-১২০৩২ একটি মানবাধিকার সংস্থা। সুদীর্ঘ এক যুগ আগে নির্যাতিত, নিপীড়িত, সুবিধাবঞ্চিত – অবহেলিত ও আর্ত মানবতার সেবার প্রত্যয়ে পথচলা শুরু করে। সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন সাইফুল ইসলাম সোহেল (এম জে এফ)
ব্যবস্থাপনা পরিচালক এন্ড সি ই ও অতিথি লিমিটেড (বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন বুকিং প্ল্যাটফর্ম)
চার্টার প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব গুলশান অতিথি ৩১৫ বি-৩ ।
সংস্থাটি সুনামের সাথে বিনামূল্যে ছিন্নমূল দরিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্য বিতরণ, বস্ত্র বিতরণ, চিকিৎসায় নগদ অনুদান, সেলাই মেশিন বিতরণ, অসহায় বিধবাদের ছাগল বিতরণ সহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড করে আসছে। তার ই ধারাবাহিকতায় অদ্য ১৯ মে ২০২৫ সোমবার সন্ধ্যা ০৭ টায় দুর্ঘটনা জনিত অপারেশন পরবর্তী চিকিৎসার জন্য মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল মহোদয় এর পক্ষ হতে “ফিলাফ”এর মাধ্যমে রোগী মোছাঃ রোমানা আক্তার (স্বনির্ভর উদ্যোক্তা অতিথি লিমিটেড) এর হাতে নগদ ১০ হাজার টাকা অনুদান তুলে দেয়া হয়। অনুদানটি প্রদান করেন লায়ন আব্দুর রহিম সিনিয়র জিএম (ডেভেলপমেন্ট) এন্ড মার্চেন্ট উদ্যোক্তা ও ডিভিশনাল ইনচার্জ (রাজশাহী ) অতিথি লিমিটেড
সম্মানিত প্রজেক্ট ডিরেক্টর (ফিলাফ)
সম্মানিত জি এল টি লায়ন্স ক্লাব অব গুলশান অতিথি ৩১৫ বি-৩।
আরো উপস্থিত ছিলেন লায়ন নাসির খান সিনিয়র এজিএম (ডেভেলপমেন্ট), লায়ন কাজী রেজাউল ইসলাম সিনিয়র এজিএম (অপারেশন), লায়ন শায়েস্তাক রহমান খান অফিস সেক্রেটারি (রাজশাহী), বীর মুক্তিযোদ্ধা ক্রিয়েটিভ উদ্যোক্তা লায়ন আব্দুল হামিদ সহ রাজশাহী বিভাগীয় অফিসের কর্মকর্তা বৃন্দ।
অনুদান প্রদানকালে, লায়ন আব্দুর রহিম সিনিয়র জিএম, মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তার সুস্থতা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। তিনি আরো বলেন, মাননীয় এমডি মহোদয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা রাজশাহী অতিথি লিমিটেড টিম বদ্ধপরিকর। আমরা সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এমডি মহোদয়ের আহবানে সাড়া দিতে সর্বদা প্রস্তুত। অনুদান পেয়ে আবেগ আপ্লুত হয়ে রোগী রোমানা বলেন, আমি দোয়া করি এমডি মহোদয় কে আল্লাহ পাক দীর্ঘজীবী করুন সেই সাথে অতিথি লিমিটেড এবং ফিলাফ এর উত্তরোত্তর সাফল্য কামনা করি।
Leave a Reply