1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই স্বামী পরিত্যক্ত মহিলার সাথে অনৈতিক কাজ করার সময় আ.লীগ নেতা আটক ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া অসুস্থ শিশুটির দায়িত্ব নিলেন বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম   বিরুলিয়ার ১০ গ্রামের ঘরে ঘরে আতঙ্ক; রেলিক সিটির বিরুদ্ধে ৮ হাজার ২৫১ বিঘা জমি দখলের চেষ্টার অভিযোগ অনিয়মের দায়ে সাভারে পরীক্ষা হলের সাত পরিদর্শক বহিষ্কার, কেন্দ্র সচিবকে অব্যাহতি ; পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কঠোর অবস্থানে আছি,ইউএনও আবু বকর সরকার নাছিরপুর জলমহাল: দখল-পাল্টা দখলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা আত্রাই গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা,লাশ উদ্ধার করছে পুলিশ এবার নকল করার সুযোগ নেই: কেন্দ্র সচিব শাহআলম মিয়া আত্রাই ছাত্রদল নেতাকে ছাত্রলীগ সাজিয়ে সংবাদ প্রকাশ, ছাত্রদল নেতার ক্ষোভ প্রকাশ বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বিএনপির শোভাযাত্রা বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে গোলাম মোস্তফা ও খোরশেদের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা

রাজধানীর প্রবেশপথ আমিন বাজারে পুলিশের ব্যাপক তল্লাশি ; বিএনপি বলছে বাধা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩

সাভার প্রতিনিধি :
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানী ঢাকার প্রবেশমুখ সাভার ও আশুলিয়ার সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করছে পুলিশ।

এ সময় যাত্রীবাহী পরিবহনগুলোকে ঢাকায় প্রবেশে বাধা দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে পুলিশের দাবি, নিরাপত্তাজনিত কারণেই তাদের এই বিশেষ তল্লাশি কার্যক্রম।

নয়াপল্টনে বিএনপির সমাবেশে যাতে নেতাকর্মীরা যোগ দিতে না পারে, সে জন্য গাবতলী-আমিনবাজারে সব গাড়ি আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বুধবার (১২ জুলাই) সকাল থেকেই ঢাকার প্রবেশমুখ সাভারের আমিনবাজার, বিরুলিয়া ও আশুলিয়ায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। এ কারণে সাভারের সড়কগুলোতে গণপরিবহন চলাচল সাধারণের চেয়ে অনেক কম দেখা গেছে।
সাধারণ যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা জানান, যাত্রীবাহী পরিবহনগুলোকে ঢাকায় ঢুকতে না দেওয়ায় আমিনবাজার থেকেই ফিরে যেতে হচ্ছে। অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষা পরে পায়ে হেঁটেই রওনা হয়েছেন।

পায়ে হেটে গন্তব্যস্থলে রওনা দেয়া একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, আমিনবাজারে পুলিশ সদস্যরা ঢাকাগামী বাসগুলোতে তল্লাশি চালাচ্ছেন ও তাদের কাগজপত্র চেক করছে। এমনকি সেখান থেকেই বাসগুলোকে ঘুরিয়ে দিচ্ছেন। এ কারণে সড়কে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়েছে। তাই বাধ্য হয়ে এই তীব্র রোদ উপেক্ষা করে অসংখ্য যাত্রী এভাবে হেঁটেই নিজ গন্তব্যে রওনা দিয়েছেন।

তাদের দাবি, পুলিশের এই তল্লাশি যে কারণেই করা হোক, আমাদের মতো সাধারণ মানুষ এতে চরমভাবে হয়রানির শিকার হচ্ছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসচালক বলেন, সকাল থেকেই আমিনবাজারে পুলিশ চেকপোস্ট বসিয়ে আমাদের কোনো বাস ঢুকতে দিচ্ছে না। তাই বাধ্য হয়ে আমিনবাজার থেকে বাস ঘুরিয়ে আবার সাভারে ফেরত এসেছি।

আমিনবাজারে এই বিশেষ তল্লাশি চেকপোস্টে নেতৃত্বদানকারী পুলিশ কর্মকর্তা আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক হারুন অর রশীদ বলেন, আমাদের নিয়মিত তল্লাশি চলমান রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তাজনিত কারণেই আজ চেকপোস্টের কার্যক্রম চলমান রয়েছে।

চেকপোস্ট থেকে দুজনকে আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সন্দেহজনক কারণেই তাদের আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক কাদের গণি চৌধুরী অভিযোগ করে বলেন, নয়াপল্টনে বিএনপির সমাবেশে যাতে যোগ দিতে না পারে, সে জন্য গাবতলী-আমিনবাজারে সব গাড়ি আটকে দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষ হেঁটে ঢাকার দিকে রওনা হয়েছেন। একই অবস্থা কদমতলীতেও।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :