সাভার প্রতিনিধিঃ সাভারের বিরুলিয়ায় ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সন্ত্রাসী জুয়েল মন্ডল বাহিনীর অব্যাহত হুমকি ধামকিতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির মোল্লা। বুধবার বিকেলে বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মালেক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্মানাধীন ভবনে কাজ করতে গিয়ে চাঁদা না দেয়ায় ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সন্ত্রাসী জুয়েল মন্ডল, সহ-সভাপতি মোঃ সোহেল এবং সাভার থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম গাছিসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদাক ও নির্বাচিত জনপ্রতিনিধি আব্দুল কাদির মোল্লার উপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে। এঘটনায় মামলা দায়েরের পর সন্ত্রাসীরা জামিনে এসে আবারও তাকেসহ আমাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এঘটনায় প্রতিবাদে এবং নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা চেয়ে আজকের সংবাদ সম্মেলন থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রসশনের হস্তক্ষেপ কামনা করেন।
ভুক্তভোগী ইউপি মেম্বার আব্দুল কাদের বলেন, বিরুলিয়া ইউনিয়নের শীর্স সন্ত্রাসী ও চাঁদাবাজ জুয়েল মন্ডল ইউনিয়ন যুবলীগের পদ পেয়ে বিএনপির সন্ত্রাসীদের নিয়ে নিজস্ব বাহীনি গড়ে তুলেন। তাদেরকে নিয়ে বিভিন্ন সময়ে এলাকার নিরিহ মানুষ থেকে শুরু করে কারখানা মালিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে আসছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও বহিষ্কৃত যুবলীগের সভাপতি সেলিম মন্ডল ও তার ভাই জুয়েল মন্ডল, মহসীন মন্ডলসহ তাদের সন্ত্রাসী বাহিনীর সদস্যা আমাদের দলীয় নেতাকর্মীদের হত্যা, নির্যাতন, ব্যবসা বাণিজ্য ছিনিয়ে নেয়াসহ কোনঠাসা করার ষড়যন্ত্রে লিপ্ত থেকে দলের বদনাম করছে। ইতিমধ্যে সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকায় জুয়েল মন্ডল ও মাসুম গাজিকে দল থেকে কারন দর্শানের নোটিশ প্রদান করায় আমারা যুবলীগের নীতি-নির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে তাদেরকে যুবলীগ থেকে স্থায়ী বহিস্কারসহ সন্ত্রাসী কার্যক্রমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন বলেন, সন্ত্রাসী সেলিম মন্ডল, তার ভাই জুয়েল মন্ডল আমার একটি কারখানার সাথে চুক্তি থাকার পরও জোরপুর্বক সেখান থেকে মালামাল বের করে নিয়ে যাচ্ছে। আমরা দলের জন্য কাজ করি দলের বদনাম যাতে না হয় সেদিকে খেয়াল রেখে ঝামেলা থেকে দুরে থেকে থানা পুলিশের শরনাপন্ন হয়েছি। কিন্তু সন্ত্রাসীদের ভয়ে এলাকার কেউ কথা বলার সাহস পায়না এবং তাদের টাকা পয়সা ও পেশি শক্তির কারনে আমরা আইনের আশ্রয় নিয়ে সুষ্ঠ কোন প্রতিকার পাইনি।
ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন নসুর বলেন, আমি গত নির্বাচনে প্রার্থী হওয়ায় সন্ত্রাসী সেলিম মন্ডল, জুয়েল মন্ডল ও মহসীন মন্ডল আমার কাছে ১০ লাখ টাকা দাবি করে। আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাড়িতে হামলায় চালায় এবং আমার ব্যবসা-বাণিজ্যে বাঁধা সৃষ্টি করছে। মূলত তারা বিএনপির সন্ত্রাসীদের নিয়ে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার করছে। আমি এঘটনায় থানায় যাওয়ার সময় তাদের ভয়ে রাস্তা থেকে ফিরে আসি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সিজার, বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ, বিভিন্ন ওয়ার্ডের সদস্যসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সংহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।
সবশেষে ভুক্তভোগীরা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলার পাশাপাশি তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিা এবং দল থেকে স্থায়ী বহিস্কারের জন্য সংশ্লিষদের প্রতি জোর দাবি জানান।
প্রসঙ্গতঃ গত ৫ জানুয়ারী দুপুরে অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী জুয়েল মন্ডলের নেতৃত্বে একটি নির্মানাধীন ভবনটিতে হামলা চালিয়ে নির্মান শ্রমিকদের কাজে বাঁধা প্রদান করে। এসময় ইউপি সদস্য আব্দুল কাদির মোল্লার কাছে দাবিকৃত পাঁচ লাখ টাকা চাঁদা চাইলে সে তা দিকে অপারগতা প্রকাশ করলে জুয়েল মন্ডল, সোহেল, জাবেদসহ অন্যরা কাদেরের উপর হামলা চালিয়ে মারধর করে এবং সাথে থাকা নগদ টাকা লুট করে নিয়ে যায়। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply