1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় ক্যান্সার রোগীকে বাঁচাতে চ্যারিটি কনসার্ট জমে উঠেছে রাতোয়াল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আত্রাই লটারির টাকা আত্মসাৎ করায় বিএনপির ৩ নেতাকর্মী শোকজ,প্রতারক পাপ্পু কোথায়? আত্রাই পৌষসংক্রান্তি মেলায় লটারির টিকিট বিক্রি করে “ড্র” না দিয়ে ২০ লক্ষ টাকা নিয়ে উধাও বিএনপি নেতা রাণীনগর চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা ইমরান বহিষ্কার পাইকগাছায় জলমহালে হামলা মামলায় সাবেক বিএনপি নেতা ডাবলুর ভাই কারাগারে রাণীনগর প্রবাসীকে পিটিয়ে যুবদল নেতার ২ লক্ষ টাকা চাঁদা আদায় নিত্যপণ্যের দাম কমানোর দাবী জানিয়ে আশুলিয়ায় সমাবেশ আইএফআইসি ব্যাংক বসুন্ধরা শাখার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ আশুলিয়ায় চাঁদা না পেয়ে চা দোকানীকে গুলি, গ্রেপ্তার -০৩

সাভারে ৮টি অবৈধ শিশা কারখানা গুড়িয়ে দিলেন ইউএনও আবুবকর সরকার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

হুমায়ুন কবির, সাভার:
ঢাকার সাভারের আমিনবাজারে অবৈধ ৮ টি সীসা কারখানা ও দুইটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় গুঁড়িয়ে দেয়া হয় আটটি অবৈধ সীসা কারখানা এবং চার জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। অভিযানে সর্বমোট ৮ লক্ষ টাকা জরিমানাও আদায় করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বলিয়ারপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার।

উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘ দিন ধরে পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে এ ইটভাটা এ ব্যাটারি তৈরির কারখানা পরিচালনা করা হচ্ছিল। সকালে এতে অভিযান চালানো হয়।

এ সময় ব্যাটারি তৈরির কারখানা সংশ্লিষ্ট ৩ জন ও ইটভাটা সংশ্লিষ্ট ১ জনকে আর্থিক দণ্ডসহ বিভিন্ন শাস্তি দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- আমিনবাজারের হোম ব্রিকসের অফিস সহকারী মুক্তার হোসেন (৫৫) ও ম্যানেজার জাকির হোসেন (৫০)। দুজনকেই ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর ৫ ধারা অনুযায়ী ৫ লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদন্ডের সাজা দেওয়া হয়েছে।

এছাড়া পরিবেশ সংরক্ষণ আইনে ব্যাটারি কারখানার ম্যানেজার আউয়াল হোসেনকে (৪০) ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাস কারাদণ্ড দেওয়া হয়। আর কারখানার হেল্পার মো. সুজন (৩৮) ও মুক্তার হোসেনকে (৩৫) এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু বকর সরকার বলেন, সাভারের বিভিন্ন জায়গায় অবৈধ সীসা কারখানা, ব্যাটারি কারখানা ও অবৈধ ইটভাটা রয়েছে এমন খবরে এখানে অভিযান পরিচালনা করা হয়। অবৈধ সীসা কারখানায় তিনজনকে আটক করা হয়েছে। এরমধ্যে একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে বিভিন্ন জনকে বিভিন্ন অর্থদন্ড দেওয়া হয়েছে। এছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা আইন ২০১৩ এর আলোকে একজনকে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে, অনাদায়ে অর্থদণ্ড দেওয়া হবে।

তিনি বলেন, সংবাদমাধ্যমের মাধ্যমে সাভারবাসীকে জানাতে চাই, যেসব অবৈধ ইটভাটা রয়েছে, তাদের ভাটা বন্ধ করতে আহ্বান জানাই। আর অবৈধ সীসা, টায়ার কারখানাগুলো পরিবেশের জন্য ভয়ঙ্কর। তাদেরও এসব কারখানা বন্ধের আহ্বান জানাই। তা না হলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

অভিযানে সাভারের সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল ইসলাম নূর ও আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তারসহ উপজেলা প্রশাসন ও সাভার মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :