সাভার প্রতিনিধি : বিমান শ্রমিক লীগ সিবিএ’র পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে।
সিবিএ সভাপতি আব্দুর রহমান মুন্সি ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সাইফুল্লাহ তরফদার,বিমান প্রকিউরমেন্ট এন্ড লজিস্টিক সাপোর্টের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ
এছাড়াও বিজয় দিবস উপলক্ষে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পীকার, বিরোধী দলীয় নেত্রী, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কুটনৈতিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ । রাজনীতিতে নানা মত ও পথের ভিন্নতা থাকলেও জাতির শ্রেষ্ট সন্তানদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন দলের রাজনৈতিকরা মিলিত হয়েছেন একই মোহনায়। সম্প্রিতির বাংলাদেশের যা এক অনন্য নিদর্শন।
Leave a Reply