মো.শিফাত মাহমুদ ফাহিম,নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আত্রাইবাসী সহ দেশ- বিদেশে অবস্থানরত সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা ও “ঈদ মোবারক” জানিয়েছেন আত্রাই থানার অফিসার ইনচার্জ মো.শাহাবুদ্দিন ।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, আত্মত্যাগ এবং মহান আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। কুরবানির এই ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা।
মহান আল্লাহতালা যেনো আমাদের সকলের কোরবানি”কে কবুল করেন। পবিত্র ঈদুল আজহার এই খুশির দিনে দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি তিনি।তিনিও আরও বলেন, আসুন দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি আমরা সহনশীল হই। ঈদুল আযহার শিক্ষা থেকে মনের পশুকে কোরবানি দিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।
তিনি আরও বলেন, আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব। পবিত্র ঈদুল আজহার দিনে আমার কর্মরত এলাকা আত্রাই সহ বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা।
পবিত্র ঈদ-উল আজহাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আত্রাই থানা পুলিশ সব সময় মাঠে রয়েছে।আত্রাইবাসীর উদ্দেশ্যে পরিশেষে তিনি বলেন, আপনারা সবাই সকল ধরনের অপরাধ মূলক কর্মকান্ড দমনে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগীতা করবেন এই প্রত্যাশা করি।
Leave a Reply