মোঃ সোহল রানা,জেলা (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই উপজেলা শ্রীধরগুড়নই দাখিল মাদ্রাসা যেনো দুর্নীতির স্বর্গরাজ্য। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সুপার ও ম্যানেজিং কমিটির যোগসাজশে চলছে অর্থ হরি লুটের মহোৎসব।উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও অভিভাবকরা জানান, মাদ্রাসাটিতে ঠিক মতো পাঠদান হয় না।শুধু নামমাত্র শিক্ষার্থীদের নিয়ে চলছে প্রতিষ্ঠানটি।
কিছুদিন আগে দারিদ্র্য শিক্ষার্থীদের জন্য সরকারি কর্তৃক অনুদান আসে ১৫ জন শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ৫ হাজার টাকা করে বরাদ্দ আসে। সেই টাকা শিক্ষার্থীদের না দিয়ে ভারপ্রাপ্ত সুপার মোঃ শফিকুল ইসলাম ও সহকারি মৌলভী মোঃ আব্দুল জব্বার নানা রকম তালবাহানা করতে থাকেন। বিষয়টি অভিভাবকরা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে উনার হস্তক্ষেপে পরবর্তীতে ৪ হাজার করে টাকা শিক্ষার্থীদের দেয়।সেই সাথে অভিভাবকদের বলে কেউ জিজ্ঞেস করলে বলবেন ৫ হাজার টাকায় পেয়েছি।
প্রতিষ্ঠানটিতে ফসলি জমি ও তিনটি বড় আকারের পুকুর রয়েছে যেখান থেকে প্রতিবছর পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আসে। কিন্তু সেই টাকা প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজে ব্যবহার না করে ম্যানেজিং কমিটি ও ভারপ্রাপ্ত সুপার এর পকেটে চলে যায়। শুধু তাই নয় প্রতিষ্ঠানটির গাছপালা, ঘরের লোহা লক্কর ও চুরি করে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটিতে পর্যাপ্ত শিক্ষার্থী না থাকায় কৌশলে জেডিসি ও দাখিল পরীক্ষায় ভাড়া করে শিক্ষার্থী এনে পরীক্ষা দেওয়ানো হয়।
এলাকাবাসীর দাবি এই দুর্নীতিবাজদের জনসম্মুক্ষে কঠিন শাস্তির আওতায় আনা হোক।সেই সাথে শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, প্রতিষ্ঠানটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন।আরও বলেন, এদের লাগামহীন দুর্নীতি বন্ধ করা সময়ের দাবি।
Leave a Reply