মোঃ সোহেল রানা,জেলা (নওগাঁ) প্রতিনিধি:বাংলাদেশে সরকার দুর্নীতি বিরুদ্ধে বিশেষ আইন করেও কেন জানি অদৃশ্য কোনো অপশক্তির কারনে দুর্নীতিবাজদের থামাতে হিমসিম খাচ্ছে।সরকারি প্রতিটি সেক্টরে দুর্নীতি যেনো দিনদিন দ্রুতগতিতে বেড়েই চলেছে।তবে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিবাজদের বিরুদ্ধে বরাবরই কঠোর ভূমিকা পালন করে আসছে।তাদের চুল পরিমাণ ছাড় দিতে নারাজ তিনি।
দুর্নীতিবাজরা যত ক্ষমতাধর ও শক্তিশালী হোক না কেন সেদিক লক্ষ্য করে তাদের বরাবরই আইনের আওতায় নিয়ে আসছেন দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো।কোনো দুর্নীতিবাজদের শেষ রক্ষা হয়নি।
আত্রাই উপজেলার পাঁচুপুর উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মঞ্জুয়ারা বেগম শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যক্তিগত প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছে।সে নিজের ইচ্ছেমত যা ইচ্ছে তা করে বেড়ায় বলে অভিযোগ তুলেন গ্রামবাসী।এমন কি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির সাক্ষর জাল করে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্ট থেকে টাকা উত্তোলন করেছেন।এমন নানা অভিযোগে অভিযুক্ত উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষিকা মঞ্জুয়ারা বেগম।
তার এমন লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেব উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা।
সংবাদপত্রে প্রকাশিত অভিযোগ গুলোর সত্যতা যাচাই- বাছাইয়ের জন্য উপজেলা শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম সাক্ষরিত একটি চিঠির মাধ্যমে গত ২৬ জুন,রোজ বুধবার অভিযুক্ত শিক্ষিকা মোছাঃ মঞ্জুয়ারা বেগম কে তলব করা হয়।উক্ত চিঠিতে তাকে আগামী ০৩ জুলাই রোজ বুধবার সকাল ৯:৩০ মিনিটে উপজেলা শিক্ষা অফিসে উপস্থিত থাকতে বলা হয়।
Leave a Reply