জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যায়যায়দিনের বর্ষপূর্তি উদযাপন পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার যায়যায়দিন আশুগঞ্জ ফ্রেন্ডস ফোরামের আয়োজনে বিকেলে স্থানীয় আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কার্য্যালয়ে অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস।
উক্ত অনুষ্ঠানে যায়যায়দিনেের আশুগঞ্জ উপজেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম সাচ্চু সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সাবেক সভাপতি আক্তারুজ্জামান রঞ্জন,আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-মামুন,বীরমুক্তিযোদ্বা জাহাঙ্গীর খন্দকার।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আবু আবদুল্লাহ, কোষাধ্যক্ষ নিতাই চন্দ্র ভৌমিক, আশুগঞ্জ প্রেসক্লাবের সদস্য আনোয়ার হোসেন, সহযোগী সদস্য জহির সিকদার, বাবুল সিকদার, গোলাম সারোয়ার, হাসান জাভেদ ও মোঃ খোকন মিয়া।
এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কেক কেটে যায়যায়দিনের১৭ তম বর্ষপূর্তি পালন করা হয় এবং একটি র্যালি বের করা হয়।
Leave a Reply